নীতিমালা
এবি হেরা মাল্টিমিডিয়া ব্লগে পোস্ট/মন্তব্য লেখার পূর্বে আমাদের
নীতিমালা সমূহ পড়ে নিন। এবি হেরা মাল্টিমিডিয়া ব্লগে আপনাকে অবশ্যই আমাদের নীতিমালা মেনে
পোস্ট/কমেন্ট করতে হবে। অন্যথায়, এবি হেরা মাল্টিমিডিয়া এর নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহন করা হবে।
১.এটি একটি বিনোদন/প্রযুক্তি/
শিক্ষা বিষয়ক ব্লগ। তাই ব্লগে প্রকাশিত
সকল লেখা বিনোদন/প্রযুক্তি/ শিক্ষা সর্ম্পকিত হতে হবে।
৩.কোন সফটওয়্যারের সিরিয়াল, ক্র্যাক, কীজেন ইত্যাদি ব্লগে সরাসরি
প্রকাশ করা যাবে না।তবে লিংক দেওয়া যাবে অথবা প্রয়োজনে অন্য কোন শেয়ারিং
সাইটে আপলোড করে লিংক দেওয়া যাবে। তবে এই ব্যাপারে যদি সংশ্লিষ্ট লিংকের কতৃপক্ষ
আপত্তি করে তবে তা অপসারন করা হবে।
৪.অন্য কোন লেখকের লেখা/ব্লগের
লেখা হুবহু কপি পেস্ট করে নিজের নামে প্রকাশ করা যাবে না।তবে প্রকৃত লেখকের নাম
এবং পূর্ব প্রকাশিত লিংক উল্লেখ করে লেখা প্রকাশ করা যাবে। অথবা প্রকৃত লেখকের
অনুমতি নিয়ে প্রকাশ করা যাবে।
৫.আংশিক পোস্ট লিখে বাকীটুকু
পড়ার জন্য অন্য ব্লগ বা নিজের ব্যক্তিগত ব্লগের ঠিকানা দেয়া যাবে না।সম্পূর্ন
পোস্ট করতে হবে।
৬. শুধুমাত্র অর্থ উপার্জনের
উদ্দেশ্য নিয়ে কো লীংক দেয়া যাবে না।বিজ্ঞাপন অথবা এফিলিয়েট জাতীয় ads ও লিংক এবং এফিলিয়েট লিংক দিয়ে
করা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না।
৭.ব্যক্তিগত মোবাইল নাম্বার ব্লগে
প্রকাশ করা যাবে না।ব্যক্তিগত ইমেইলে কাউকে কোন লিংক ফাইল/প্রদান করা যাবে না।
৮.অসত্য, অপ্রাসঙ্গিক,অশ্লীল, কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো
কিছু প্রকাশ করা যাবে না।
৯.পর্নো সাইটের লিংক বা পর্নো
উপাদান প্রদর্শন করা সম্পূর্ন নিষিদ্ধ ।
১০.মন্তব্যে কোন প্রকার আপত্তিকর
এবং বাজে শব্দ ব্যবহার করা যাবে না।
১১.শুধুমাত্র প্রচারনার উদ্দেশ্য
নিয়ে একই সাইটের বিভিন্ন উপাদান নিয়ে বিভিন্নভাবে লেখা যাবে না।
১২.অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ বা
বাক্য ব্যবহার করা যাবে না।
১৩.কোন
গোষ্ঠী/দল/ধর্ম/প্রতিষ্ঠানকে হেয় করে কোন কিছু লেখা যাবে না বা এমন কিছু লেখা
যাবে না যা গোষ্ঠী/দল/ধর্ম/প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করে।
১৪.লেখক-পাঠক কাউকে হেয় করার
উদ্দেশ্যে কোন পোস্ট বা মন্তব্য করা যাবে না।
১৫.পোস্ট বা মন্তব্যে কোন সাইটের
প্রচারনার উদ্দেশ্যে কোন লিংক দেয়া যাবে না ।
১৬.অনলাইন আয় বিষয়ক লেখাসমূহ
অবশ্যই সঠিক,যুক্তিযুক্ত হতে হবে। রেফারাল সংগ্রহ, নিজেস্ব দল গঠন অথবা কাজ করানোর
উদ্দেশ্যে অথবা ব্যবসায়িক স্বার্থে কোন প্রকার লেখা প্রকাশ করা যাবেনা।
এবি হেরা মাল্টিমিডিয়া কতৃপক্ষের
সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।
এই ব্লগে প্রকাশিত কোন লেখা,ছবি,মন্তব্যের দায়দায়িত্ব এবি হেরা
মাল্টিমিডিয়া কতৃপক্ষ বহন করবে না।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
এবি হেরা মাল্টিমিডিয়া কতৃর্পক্ষ
বিঃ দ্রঃ
“আসুন গেইম খেলি” পোষ্টের নীতিমালা:
১. এই পোষ্টটি সপ্তাহে দুইবার করে প্রতি শনিবার ও বুধবারে যতটুকু পারি ঠিক ততটুকু গেম নিয়ে পোষ্ট করবো।
২. যে সপ্তাহে মন্তব্য বেশি আসবে সে সপ্তাহে অবশ্যই বেশি পোষ্ট হবে।
৩. আপনার “গেইম” যেকোনো প্রশ্ন/মতামত এই পোষ্টে মন্তব্য দিয়ে জানান এবং আমাদের ‘যোগাযোগ’ পাতায় আপনার প্রশ্ন রাখুন।
১. এই পোষ্টটি সপ্তাহে দুইবার করে প্রতি শনিবার ও বুধবারে যতটুকু পারি ঠিক ততটুকু গেম নিয়ে পোষ্ট করবো।
২. যে সপ্তাহে মন্তব্য বেশি আসবে সে সপ্তাহে অবশ্যই বেশি পোষ্ট হবে।
৩. আপনার “গেইম” যেকোনো প্রশ্ন/মতামত এই পোষ্টে মন্তব্য দিয়ে জানান এবং আমাদের ‘যোগাযোগ’ পাতায় আপনার প্রশ্ন রাখুন।
৪. সবচেয়ে আসল কথা সময় পেলে গেম
খেলুন তবে কাজ ফেলে নয়।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷