যে কারণে জুকারবার্গের একাউন্ট ব্লক করা যায় না

সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। এই ফেসবুকের মাধ্যমে আমরা যেমন উপকৃত হই, ঠিক তেমনি অনেক সময় সম...

সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। এই ফেসবুকের মাধ্যমে আমরা যেমন উপকৃত হই, ঠিক তেমনি অনেক সময় সমস্যায় পতিত হই।

বিভিন্ন সময় অনেকে এমন বাজে মুহূর্তে পরে যে তারা তখন জুকারবার্গকে ব্লক করতে চান। কিন্তু আদৌ কি তা সম্ভব। কখনও চেষ্টা করে দেখেছেন কি?

জুকারবার্গকে ব্লক করা সম্ভব নয়। সে কখনও ব্লকের শিকার হন নি। এর মানে এই নয় যে, জুকারবার্গ আপনার প্রোফাইলের উপর নজর রাখতে আগ্রহী। ফেসবুক ইঞ্জিনিয়ারেরা এটি প্রাইভেসির জন্য করে রেখেছেন। তার একাউন্ট কখনও ব্লক হবে না।

অনেক সময় অনেকে তার একাউন্ট ব্লক করার চেষ্টা করেছেন। কিন্তু তা কখনও কেউ করতে পারে নি। অনেক সময় ভাল সাইট অফ করার জন্য অনেকে চেষ্টা চালায়। যেহেতু ফেসবুকে একসাথে অনেকে কোন একাউন্ট ব্লক করার জন্য ম্যাসেজ করতে পারে, সেহেতু অনেক সময় অনেকে এর খারাপ লাভ উঠায়।

কোন একাউন্ট রুল না ভাঙ্গার পরও ব্লকের সমস্যায় ভুক্তভোগী হয়। এ সকল সমস্যা হতে উত্তরণের জন্য জুকারবার্গের একাউন্ট এ অন্যভাবে প্রাইভেসি দেয়া।–সূত্র: ইন্ডিয়া টাইম

সম্পাদনা: মামুন।

Related

Facebook Tips 8429347126895432941

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

552,642
item