স্যামির ধারণা, বিপিএলই হবে সেরা

বিপিএলে প্রথমবার খেলতে এলেও টিভিতে আগে এই টুর্নামেন্ট দেখেছেন ড্যারেন স্যামি। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের মতে, এই টুর্না...

বিপিএলে প্রথমবার খেলতে এলেও টিভিতে আগে এই টুর্নামেন্ট দেখেছেন ড্যারেন স্যামি। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের মতে, এই টুর্নামেন্টই হবে সেরা!

ক্রিকেট বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় বেশ নিয়মিত নাম ড্যারেন স্যামি। ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের মোট ১৩টি দলের হয়ে খেলেছেন টি-টোয়েন্টি। ক্যারিবিয়ানে তো বটেই, নেতৃত্ব দিয়েছেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ, দক্ষিণ আফ্রিকায় টাইটান্সকে।

স্যামির ১৪তম টি-টোয়েন্টি দল হতে যাচ্ছে রংপুর রাইডার্স। নতুন দলের হয়ে শনিবার অনুশীলন করেছেন মিরপুর একাডেমি মাঠে। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, নতুন ভ্রমণের জন্য তিনি প্রস্তুত।

“না খেললেও এই টুর্নামেন্টের খেলা এবারের আগে আমি দেখেছি। আমার ধারণা, এটিই হবে সেরা! যে ধরনের ক্রিকেটাররা এখানে এসেছে, এটাই বলে দেয় যে ক্রিকেটাররা বাংলাদেশে এসে খেলতে কতটা আগ্রহী। আমি নিজেও নতুন দলের জার্সিতে নিজেকে মেলে ধরতে প্রস্তুত।”

স্যামির নেতৃত্বে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। আগামী মার্চে ভারতে বসতে যাচ্ছে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়কের বিশ্বাস, বিপিএল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ক্রিকেটার খুঁজে পাবে বাংলাদেশ।

“টি-টোয়েন্টি বিশ্বকাপ কাছে চলে আসছে। আশা করি, বেশ কিছু তরুণ ক্রিকেটার এই টুর্নামেন্ট থেকে পাবে বাংলাদেশ। দেশের হয়ে যারা খেলছে না, ওদের জন্যও কিছু করে দেখানোর সুযোগ এই টুর্নামেন্ট। আশা করি, বিনোদনদায়ী ও সফল একটি টুর্নামেন্ট হবে।”

Related

Rangpur Riders 7326684842707737484

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

549,980
item