কম্পিউটার কীবোর্ড এর কিছু মজার শর্টকাট কমান্ড

জেনে নিন কি বোর্ডের কিছুর মজার শর্টকাট কমান্ড!!! Alt+0131= ƒ (টাকা) Alt+0165= ¥ (ইয়েন) Alt+0177= ± (যোগবিয়োগ) Alt+0215= × (গুণ) Alt+Ctrl+...


জেনে নিন কি বোর্ডের
কিছুর মজার শর্টকাট কমান্ড!!!
Alt+0131= ƒ (টাকা)
Alt+0165= ¥ (ইয়েন)
Alt+0177= ± (যোগবিয়োগ)
Alt+0215= × (গুণ)
Alt+Ctrl+T= ™ (ট্রেডমার্ক)അ
Alt+ Ctrl+R= ® (রেজিষ্টার্ড)
Alt+0163= £ (লীরা)
Alt+0128= € (পাউন্ড)
Alt+0247= ÷ (ভাগ)
Alt+248/0186= º (ফারেনহাইট)
Ctrl + A = সিলেক্ট অল।
Ctrl + B = টেক্সট বোল্ড।
Ctrl + C = কোন কিছু কপি করা।
Ctrl + D = ফন্ট পরিবর্তনের
ডায়ালগ বক্স প্রদর্শন করা।
Ctrl + E = সেন্টার এলাইনমেন্ট
করা।
Ctrl + F = কোন শব্দ খোঁজা বা
প্রতিস্থাপন করা।
Ctrl + G = গো টু কমান্ড।
Ctrl + H = রিপ্লেস কমান্ড।
Ctrl + I = টেক্সট ইটালিক।
Ctrl + J = টেক্সট জাস্টিফাইড
এলাইনমেন্ট করা।
Ctrl + K = হাইপারলিংক
তৈরী করা।
Ctrl + L = টেক্সট লেফট
এলাইনমেন্ট করা।
Ctrl + M = ইনভেন্ট দেয়ার জন্য।
Ctrl + N = নতুন কোন ডকুমেন্ট
খোলার জন্য।
Ctrl + O = পূর্বে তৈরী করা
কোন ফাইল খোলার জন্য।
Ctrl + P = ডকুমেন্ট প্রিন্ট।
Ctrl + Q = প্যারাগ্রাফের
মাঝে স্পেসিং করার জন্য।
Ctrl + R = টেক্সটকে রাইট
এলাইনমেন্ট করা।
Ctrl + S = ফাইল সেভ।
Ctrl + T = ইনডেন্ট পরিবর্তন
করার জন্য।
Ctrl + U = টেক্সট আন্ডারলাইন।
Ctrl + V = টেক্সট পেষ্ট করার
জন্য।
Ctrl + W = ফাইল বন্ধ করার
জন্য।
Ctrl + X = ডকুমেন্ট থেকে কিছু
বাদ করার জন্য।
Ctrl + Y = রিপিট করার জন্য।
Ctrl + Z = আন্ডু বা পূর্বের
অবস্থায় ফিরিয়ে আনা

Related

কিছু কীবোর্ডের শর্টকার্ট দেখে নিন।

কীবোর্ডের শর্টকার্ট নিয়ে আমরা অ...

আপনার কম্পিউটারে দ্রুত গতিতে ফাইল কপি পেস্ট করুন...

আমাদের অনেকের কম্পিউটার আছে। আমরা এই কম্পিউটার দিয়ে বিভিন্ন সময় ফাইল কপি করে থাকি বা অন্য ডিভাইসে পাঠিয়ে থাকি। অন্য ডিভাইসে ফাইল পাঠাতে গিয়ে অনেক সময় দেখা যায় যা ফাইল গুলো অনেক স্লোতে যাচ্ছে। আপনি...

সেরা ২০ টি কম্পিউটার টিপস ট্রিক্স জেনে নিন

পেনড্রাইভ/মেমোরী কার্ডে লুকানো থাকা ফাইল উদ্ধার করার জন্য search option গিয়ে “.” শুধু ডট লিখে search দিন। সব ফাইল চলে আসবে। কম্পিউটার টিপস /ট্রিক্স▬কম্পিউটার হয়ে যাক আরও গতিশীল▬ GO “ RUN “ – tree ...

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

549,890
item