আপনার PCতে তৈরী করুন Undeleteable Folder
আপনার PC তে তৈরী করুন Undelete able folder:- সেই ঐতিহাসিক ফোল্ডার যা সহজে ডিলিট হবে না; ফোল্ডারের নাম পরিবর্তন তো দূরের কথা। কথা না বাড়...
আপনার PC তে তৈরী করুন
Undelete able
folder:-
সেই ঐতিহাসিক ফোল্ডার
যা সহজে ডিলিট হবে না;
ফোল্ডারের নাম পরিবর্তন
তো দূরের কথা।
কথা না বাড়িয়ে চলুন
দেখি কিভাবে
আনডিলিটেবল
ফোল্ডার বানানো যায়।
১) প্রথমে Start মেনু থেকে
Run এ যান,
২) তার পর টাইপ করুন cmd ।
৩) Enter প্রেশ
করুন।
৪) যেই ড্রাইভে
আনডিলিটেবল
ফোল্ডার তৈরি করতে চান
সেই
ড্রাইভের নাম লিখুন ।
যেমন F:
৫) Enter
প্রেশ করুন।
৬) এবার লিখুন md
এবং একটি স্পেস দিয়ে
১টি ব্যাক
স্লাস দিন।
৭) তার পর lpt1
লিখে ২টি ব্যাক স্লাস
দিন
৮)
Enter
প্রেশ করুন।
হা হা এবার Fm
ড্রাইভে গিয়ে দেখুন । lpt1
নামে একটি ফোল্ডার
তৈরি হয়েছে যা ডিলিট
করতে চাইলে নিচের এই
ম্যাসেজটি দেখাবে আর
ডিলিট
হবে না এবং রিনেইমও
হবে না।
এইভাবে তৈরি করুন lpt1,
lpt2, lpt3, lpt4,
lpt5………………., com1,com2,
com3………..ইত্যাদি নামে
আরো অনেক
আনডিলিটেবল ফোল্ডার।
বিঃদ্রঃ- ঐ ফোল্ডার
ডিলিটৈ করার জন্য নিচে
দেখুন।
১)
প্রথমে Start মেনু থেকে Run
এ যান,
২)
তার পর টাইপ করুন cmd ।
৩) Enter প্রেশ
করুন ।
৪)
যেই
ড্রাইভে থেকে
আনডিলিটেবল
ফোল্ডার ডিলিট করতে
চান সেই
ড্রাইভের নাম লিখুন ।
যেমন F:
৫) Enter
প্রেশ করুন ।
৬) এবার লিখুন rd
এবং একটি স্পেস দিয়ে
১টি ব্যাক
স্লাস দিন।
৭) তার পর lpt1
লিখে ২টি ব্যাক স্লাস
দিন
৮) Enter
প্রেশ করুন !
কাজ সেস।
ভাল লাগলে
comment করবেন ।।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷