কে খেলবে ফাইনাল, রংপুর না বরিশাল?

বিপিএলের মহারণ অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে। রোববার সকাল থেকে যেন থমথম করছে গোটা স্টেডিয়াম চত্বর। ক্রিকেটের মহাযুদ্ধ হবে বলেই আগাম পূর্বাব...

বিপিএলের মহারণ অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে। রোববার সকাল থেকে যেন থমথম করছে গোটা স্টেডিয়াম চত্বর। ক্রিকেটের মহাযুদ্ধ হবে বলেই আগাম পূর্বাবাস এটি। বিপিএলের ফাইনালের আগেই অনুষ্ঠিত হচ্ছে আরেকটি ফাইনাল ম্যাচ! কঠিন এক লড়াইয়ে নামছে বরিশাল বুলস ও রংপুর রাইডার্স। এই লড়াই সাকিব আল হাসানদের জন্য শেষ সুযোগ। গ্রুপ পর্বের লড়াইয়ে রেটিং পয়েন্টে এগিয়ে থাকায় সেমিফাইনালে রংপুরকে হারিয়ে সরাসরি ফাইনালে যায় কুমিল্লা। কিন্তু আসর থেকে ঢাকাকে বিদায় করলেও আটকে যায় বরিশাল বুলস। এখন রংপুরের সামনে বিশেষ পরীক্ষা দিতে হবে বরিশাল বুলসকে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মহাগুরুত্বপূর্ন ম্যাচ। দুই দলের মধ্যে যে কোনো একটি দল ফাইনাল খেলার টিকিট পাবে। সবার অপেক্ষা এ জন্যই যে, কে খেলবে ফাইনাল, রংপুর না বরিশাল? অংকে তো এগিয়ে বরিশাল। এর আগে রংপুরকে লজ্জাজনকভাবে পরাজিত করে গেইলবিহীন বরিশাল। সে দিক থেকে বেশ এগিয়ে থাকবে বরিশাল বুলস।

Related

Sports Photo 3534358181493508466

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

550,189
item