অফলাইন মোড’ চালু করছে ফেসবুক কর্তৃপক্ষ!
ইন্টারনেট ছাড়া বা কম গতির ইন্টারনেটে ফেসবুক চালানোর জন্য ‘অফলাইন মোড’ চালু করছে ফেসবুক কর্তৃপক্ষ। ইন্টারনেট না থাকলেও এখন ফেসবুক ব্যব...
https://abhera.blogspot.com/2015/12/blog-post_47.html
ইন্টারনেট ছাড়া বা কম গতির ইন্টারনেটে ফেসবুক
চালানোর জন্য ‘অফলাইন মোড’ চালু করছে ফেসবুক
কর্তৃপক্ষ।
ইন্টারনেট না থাকলেও এখন ফেসবুক ব্যবহারকারীরা
ফেসবুকের নিউজ ফিড পড়া ও পোস্টে মন্তব্য করতে
পারবেন।
.
শুক্রুবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়,
কম গতির ইন্টারনেটে সামাজিক যোগাযোগের
নেটওয়ার্ক
,
বিশেষ করে নিউজ ফিড আরও বেশি মানুষের কাছে
পৌঁছাতে
বিশেষ পদক্ষেপ নিচ্ছে ফেসবুক। উন্নয়নশীল
দেশগুলোতে
,
বিশেষ করে টুজি নেটওয়ার্কের আওতায় থাকা মানুষের
কথা
মাথায় রেখে ফেসবুকের বিশেষ হালনাগাদ সংস্করণ
নিয়ে
পরীক্ষা চালাচ্ছে কর্তৃপক্ষ।
.
এতে থেকে ফোনে ডাউনলোড হয়ে থাকা নিউজ ফিড
পড়ে
দেখার সুযোগ পাবেন ফেসবুক ব্যবহারকারী। ফেসবুক
কর্তৃপক্ষ, ইন্টারনেট সংযোগ না থাকলেও নির্দিষ্ট
পোস্টে
মন্তব্য লিখে রাখতে পারবেন ব্যবহারকারী।
. যখন ইন্টারনেট সংযোগের আওতায় ফেসবুক আসবে,
তখন ওই
মন্তব্যটি অনলাইনে পোস্ট হয়ে যাবে। শিগগিরই এই
অফলাইনে নিউজ ফিড পড়ার ফিচারটি নিয়ে পরীক্ষা
চালাতে পারে ফেসবুক কর্তৃপক্ষ।
চালানোর জন্য ‘অফলাইন মোড’ চালু করছে ফেসবুক
কর্তৃপক্ষ।
ইন্টারনেট না থাকলেও এখন ফেসবুক ব্যবহারকারীরা
ফেসবুকের নিউজ ফিড পড়া ও পোস্টে মন্তব্য করতে
পারবেন।
.
শুক্রুবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়,
কম গতির ইন্টারনেটে সামাজিক যোগাযোগের
নেটওয়ার্ক
,
বিশেষ করে নিউজ ফিড আরও বেশি মানুষের কাছে
পৌঁছাতে
বিশেষ পদক্ষেপ নিচ্ছে ফেসবুক। উন্নয়নশীল
দেশগুলোতে
,
বিশেষ করে টুজি নেটওয়ার্কের আওতায় থাকা মানুষের
কথা
মাথায় রেখে ফেসবুকের বিশেষ হালনাগাদ সংস্করণ
নিয়ে
পরীক্ষা চালাচ্ছে কর্তৃপক্ষ।
.
এতে থেকে ফোনে ডাউনলোড হয়ে থাকা নিউজ ফিড
পড়ে
দেখার সুযোগ পাবেন ফেসবুক ব্যবহারকারী। ফেসবুক
কর্তৃপক্ষ, ইন্টারনেট সংযোগ না থাকলেও নির্দিষ্ট
পোস্টে
মন্তব্য লিখে রাখতে পারবেন ব্যবহারকারী।
. যখন ইন্টারনেট সংযোগের আওতায় ফেসবুক আসবে,
তখন ওই
মন্তব্যটি অনলাইনে পোস্ট হয়ে যাবে। শিগগিরই এই
অফলাইনে নিউজ ফিড পড়ার ফিচারটি নিয়ে পরীক্ষা
চালাতে পারে ফেসবুক কর্তৃপক্ষ।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷