আকাঙ্ক্ষিত হয়েও নিঃসঙ্গ: বিয়ে করেননি যে পুরুষ তারকারা
বয়স পাল্লা দিয়ে বাড়লেও বিয়ে করার নাম নেই পৃথিবী জুড়ে খ্যাত এই পুরুষ তারকাদের। ক্যারিয়ারে সাফল্য মিললেও জীবন কাটাচ্ছেন নি...
https://abhera.blogspot.com/2016/01/blog-post.html
বয়স পাল্লা দিয়ে বাড়লেও বিয়ে করার নাম নেই পৃথিবী জুড়ে খ্যাত এই পুরুষ তারকাদের। ক্যারিয়ারে সাফল্য মিললেও জীবন কাটাচ্ছেন নিঃসঙ্গ ও একাকী। এমন দশ তারকাকে নিয়েই গ্লিটজের আকাঙ্ক্ষিত অবিবাহিত পুরুষ তারকার তালিকা।
২৩ বছর বয়সী এই তরুনের জীবনটা প্রথম রাঙিয়েছেন মাইলি সাইরাস। তাদের সম্পর্কের শুরু ২০০৬ সালে এবং শেষ ২০০৮ সালে। এরপর এসেছেন সেলেনা গোমেজ (২০০৮-২০১০), স্যামান্থা বার্কস (২০১০-২০১১), ডেল্টা গুডরিম (২০১১ -২০১২)। তবে সবচেয়ে বড় খবর ছিল গিগি হাদিদের (২০১২) সঙ্গে সম্পর্কে জড়ানো, যা এক বছর না গড়াতেই ভেঙ্গে যায়। সবশেষে ‘জোনাস জুনিয়র’ অলিভিয়া কুলপোর (২০০১৩-২০১৫) সঙ্গে নিজেকে জড়ান।
এছাড়া গুজব রয়েছে কেইট হাডসন (২০১৫), কেন্ডেল জেনার (২০১৫), নিকোল গেইল অ্যান্ডারসন (২০১০), কোর্টনি গালিআনো (২০০৯) ও জর্ডান প্রুইটদের (২০০৯) সঙ্গে সম্পর্কে জড়ানোর চেষ্টা করেছেন তিনি।
২৯ বছর বয়সী এই অভিনেতা খুব অল্প বয়সে যেমন খ্যাতি পেয়েছেন তেমনি কুখ্যাতিও। ব্যাক্তিগত জীবনেও নানা মুখরোচক কাহিনির জন্ম দিয়েছেন। কেইট মারা, মিয়া গথ (২০১৪), ক্যারোলিন ফু (২০১০ - ২০১২), ক্যারি মুলিগান (২০০৯ - ২০১০), রিহানা (২০০৭), চায়না ব্রেজনার (২০০৪ - ২০০৭), অ্যাম্বার ট্যাম্বলিন (২০০৫), কাইলি উইলিয়ামস (২০০৩), হিলারি ডাফ (২০০২), সারাহ রোমার (২০০৭) প্রমুখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা গেছে।
৩০ বছর বয়সী এই সুদর্শন তরুনের প্রথম প্রেম কেইলা ইওয়েল, সম্পর্ক টিকেছিল দুই বছর (২০০৬ - ২০০৮)। এরপর একে একে এসেছেন অ্যানালিন ম্যাককর্ড (২০০৮ - ২০১১), কেলি থিবৌ (২০১১), শার্নি ভিনসন (২০১১ - ২০১৩)।
৩২ বছর বয়সী এই ‘অ্যামেইজিং স্পাইডার ম্যান’-এর প্রেমিকার তালিকাটা একেবারেই ছোট। শ্যানন উডওয়ার্ডের সঙ্গে ২০০৯ - ২০১১ এবং এমা স্টোনের সঙ্গে ২০১৪ - ২০১৫। আর কোনো গুজবের গন্ধ নেই তার গায়ে।
৩০ বয়সী সুদর্শন এই মার্কিন তারকার প্রেমের দিক থেকে বেশ পিছিয়ে। জীবনের তৃতীয় দশকে এসেও মাত্র একটা নিশ্চিত প্রেম আর দুটি গুজবের জন্ম দিতে পেরেছেন।
নিশ্চিতভাবে প্রেম করেছেন একমাত্র জেসিকা হোয়াইটের সঙ্গে (২০০৬ - ২০০৭), এরপর মিন্ডা কেলি আর রেচেল ম্যাকঅ্যাডামসে সব গুজব হয়ে থেমে গেছে।
৩৫ বছর বয়সী এই তারকা প্রেম করেছেন রুথ উইলসন (২০১৫), অ্যলিসা মিলার (২০১৩ - ২০১৪), লিয়া সেড্যু (২০১২), টেইলর সুইফট (২০১০), রিজ উইদাস্পুন (২০০৭ - ২০০৯), ক্রিস্টেন ডান্স (২০০২ - ২০০৪), জেনি লুইসের (২০০১) সঙ্গে। শুধু রিজ ও ক্রিস্টেনের সঙ্গেই সম্পর্ক বছর দুইয়ে গড়ায়।
রেচেল ম্যাকঅ্যাডামস (২০১৪), রেচেল স্টিভেন্স (২০০৬), এমিলি ডিডোনাটো (২০১৩), মিনকা কেলি (২০১২), ইসাবেল লুকাস (২০১০ থেকে ২০১০), র্যাচেল বিলসন (২০১০), ওলিভিয়া ওয়াইল্ড (২০১১), নাটালি পোর্টম্যানদের (২০০৬) সঙ্গে জড়িয়ে সম্পর্কের খবর তৈরি করেছেন ‘সাউথ প’ খ্যাত এই তারকা।
৪০ বছর বয়সী কমেডিয়ান, অভিনতো ও উপস্থাপককের পেশাগত এবং ব্যাক্তিগত জীবন বেশ বর্ণিল। মার্কিন গায়িকা কেটি পেরিকে বিয়ে করতে চলেছেন - এমন আলোচনা যখন তুঙ্গে ঠিক তখনই সম্পর্ক ভেঙেছেন। এদিকে জেমাইমা খান (২০১৩ - ২০১৪), সোফি কৌডি (২০১৩), জেরি হলওয়েল (২০১২), ইসাবেল ব্রিউস্টার (২০১২), নিকোলেট বারাবাস (২০১২), টেরেসা পাল্মার (২০০৮), জর্জিনা বেইলি (২০০৮ - ২০০৯), পিচেস গেলডফ (২০০৬), লরা গ্যালাকার (২০০৭), ইমোজিন থমাস (২০০৬), মাকোসি মুসাম্বাসি (২০০৬), ক্যাসি সামার (২০০৫ থেকে ২০০৬)-এর সঙ্গে তার নাম জুড়েছে।
এছাড়াও হলি ম্যাডিসন (২০০৯), কোর্টনি লাভ (২০০৬), কেইট মস (২০০৬), ক্যারোলিন ফ্লাকের সঙ্গে সম্পর্কের গুজব ছড়িয়েছে। তবে কোনো কিছুই নিশ্চিত নয়।
৪১ বছর বয়সী নিঃসঙ্গ এই চিরতরুণ যুবকের প্রেমিকাদের তালিকাটি দীর্ঘ। কিন্তু বিয়ে শব্দটায় বোধহয় অ্যালার্জি রয়েছে তার।
কেলি রোহাবাখের (২০১৫) সঙ্গে প্রায় ছমাসের প্রেম ভেঙে সম্প্রতি একা হয়েছেন আবার। এর আগে লিওনার্দো নিজেকে জড়িয়েছেন রিহানা (২০১৫), টনি গ্র্যান (২০১৩ - ২০১৪), অ্যালিসেয়া রিয়াবেনকোভা (২০১৩), এরিন হ্যাথারটন (২০১১ - ২০১২), বার রাফায়েলি (২০০৫ - ২০১১), জিসেল বান্ডচেন (১৯৯৯ - ২০০৫), কিডাডা জোনস (১৯৯৯), নাওমি ক্যাম্পবেল (১৯৯৮), বিজু ফিলিপস (১৯৯৮), ডেমি মুর (১৯৯৭), নাতাশা হেন্সট্রিজ (১৯৯৭), ক্রিস্টেন জ্যাং (১৯৯৬), ব্রিজেট হলদের (১৯৯৪) সঙ্গে। বেশিরভাগ সময়েই বিশ্বখ্যাত মডেলদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তবে কারো সঙ্গেই সম্পর্ক টেকেনি।
৪৫ বছর বয়সী নির্ভরশীল অভিনেতা জেরেমি রেনারের সঙ্গে অনেক নারীর নাম যুক্ত হয়নি কখনো। জেস ম্যাকালেনের (২০০৫ - ২০১০) সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার বছর দুই গড়াতেই সনি পাচেকোর (২০১১ - ২০১৫) সঙ্গে প্রেম এবং শেষে বিয়ে করে এক সন্তানের বাবা হন। কিন্তু বিয়ের পরের বছরই বিচ্ছেদে গড়ায় তাদের সম্পর্ক। ২০১৫ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে আবারও নিঃসঙ্গ হয়েছেন।
৩১ বছর বয়সী ব্রিটিশ রাজবংশের সন্তান প্রিন্স হ্যারির প্রথম প্রেম টিভি উপস্থাপক নাটালি পিঙ্কহ্যাম। ২০০২ সালে তাদের প্রেমের খবর সংবাদ মাধ্যমে আসে এবং একই বছর সেটি বিচ্ছেদের খবরে পরিণত হয়। এরপর একে একে এসেছেন চেলসি ডেভি (২০০৪-২০১১), ক্যারোলিন ফ্ল্যাক (২০০৯), ফ্লোরেন্স ব্রুন্ডেনেল-ব্রুস (২০১১), মলি কিং (২০১২), ক্রেসিডা বোনাসদের মতো (২০১২ - ২০১৪) স্বনামধন্য তরুণীরা।
প্রিন্স উইলিয়াম-প্রিন্সেস ডায়ানার কণিষ্ঠ পুত্রের সঙ্গে নাম জড়িয়েছে জেনা কোলম্যান (২০১৫), এমা ওয়াটসন (২০১৫), ক্যামিলিয়া থারলৌ (২০১৪), হেলেনা বর্ডন (২০১২), ক্যামিলিয়া রোমেন্ট্যান্ড (২০১০), জেমা উইলকিনসন (২০১০), অ্যাস্ট্রিড হারবোর্ড (২০০৯), ক্যাথেরিন অ্যাশলি ওমানিয়া (২০০৬ থেকে ২০০৭), ক্যাসি সামার (২০০৪), লরেন পোপ (২০০৪)-এর।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷