সাকিবের সামনে ইতিহাস গড়ার হাতছানি

এইতো সেদিনও পাকিস্তান সুপার লিগের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানের প্রাক্কালে পিএসএলের লোগো উন্মোচনের পাশাপাশি স্ক্রিনে ভেসে উঠলো গেল কয়েকটি মুখচ্ছ...

এইতো সেদিনও পাকিস্তান সুপার লিগের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানের প্রাক্কালে পিএসএলের লোগো উন্মোচনের পাশাপাশি স্ক্রিনে ভেসে উঠলো গেল কয়েকটি মুখচ্ছবি।

ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টূর্নামেন্ট যেহেতু, ছবিগুলো তাই ক্রিকেটারদেরই যে হবে তা বলাই বাহুল্য।

কিন্তু সেই ছবিগুলোতে আফ্রিদি, পিটারসেন, গেইল, ওয়াটসনদের পাশাপাশি অবস্থান করতে দেখা গেল একজন বাংলাদেশিকে ! জ্বলজ্বলে সেই মুখটা দেখে দেখে বছর দশেক আগের মতো কেউই বিস্মিত হলোনা, হতবাক হলোনা, কুঁচকালো না কারো ভ্রু'ও, বরং দিগন্ত বিস্তৃত হাসি দিয়ে করতালিতে ফেটে পড়লো একযোগে সবাই।

কেননা, বাংলাদেশিটির নাম সাকিব আল হাসান। যিনি বাংলাদেশের ক্রিকেটকেই নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায়। যার হাত ধরেই বাংলাদেশ চেহারা পালটে বিশ্বের সামনে পরিণত হয়েছে অনন্য এক পরাশক্তি হিসেবে।

শুধু বাংলাদেশ ক্রিকেটই নয়, বিশ্ব ক্রিকেটেরও অন্যতম সেরা বিজ্ঞাপন সাকিব আল হাসান। শতবছরের পুরোনো টেস্ট ক্রিকেট, পঞ্চাশ ছুঁইছুঁই ওয়ানডে কিংবা ক্রিকেটের সর্বশেষ সংস্করণ ধুমধাড়াক্কা টি-টুয়েন্টিই হোক না কেনো ব্যাট-বলের কারিশমা ঠিকই দেখিয়ে যান সাকিব। অলরাউন্ডার সাকিব মাঠে নামবেন আর রেকর্ডবুকে নতুন কিছু লেখা হবে, এমনটাই যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আর জিম্বাবুয়ে সিরিজেও তেমনি আরেকটি অসাধারণ কীর্তির সামনে দাড়িয়ে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

বিশ্বের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে হাজার রান ও ৫০ উইকেটের অন্য রকম ‘ডাবল’-এর হাতছানি এখন সাকিবের সামনে! জিম্বাবুয়ের বিপক্ষে চার টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ১৫৭ রান, বলের ঘূর্ণিতে পাঁচ শিকার। দরকার এখন সাকিবের। আর তাতেই শহীদ আফ্রিদির পর বিশ্বের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে সাকিবের হয়ে যাবে হাজার রান ও ৫০ উইকেটের 'ডাবল' অর্জন। আর এর মাধ্যমেই তিনি ঢুকে যাবেন এক প্লাটিনাম ক্লাবে যেখানে এখন পর্যন্ত একাই আছেন আফ্রিদি।

তবে, এটি শুধু ছিল ইতিহাসের অংশ হওয়া মাত্র। একই রেকর্ডের মাধ্যমে ইতিহাস 'গড়তেও' যাচ্ছেন যে সাকিব! টি-টোয়েন্টি ফরম্যাটে ১ হাজার রান ও ৫০ উইকেট নেওয়ার এই কীর্তি এর আগে গড়েছেন কেবল মাত্র আফ্রিদিই। বর্তমানে ৮৭ ম্যাচে ৮৮ উইকেটের পাশাপাশি ১২৭৫ রান তার।
কিন্তু ব্যক্তিগত ৬৯তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। অথচ মাত্র ৩৮ ম্যাচেই ৮৪৩ রান এবং ৪৫ উইকেট এখন সাকিবের। অর্থাৎ সামনের ৪ ম্যাচের শেষটিতেও যদি সাকিব এই মাইলফলক স্পর্শ করতে পারেন, তবুও মাত্র ৪২ ম্যাচেই তা হয়ে যাবে সাকিবের। অর্থাৎ আফ্রিদির চেয়ে ২৭ টি ম্যাচ কম খেলে।
ফলে সাকিবই হবেন ইতিহাস গড়া খেলোয়াড় যিনি কিনা সবচেয়ে কম ম্যাচ খেলে ১ হাজার রান ও ৫০ উইকেট নেওয়ার এই 'ডাবল' কীর্তি অর্জন করে ফেলবেন।

বাংলাদেশে ক্রিকেটের আজপর্যন্ত ইতিহাসের সবচাইতে সেরা আবিষ্কার সাকিব একাধারে খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। এছাড়াও শীঘ্রই তিনিমাতাতে যাবেন পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। সাকিবই টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সি গায়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক। এমনকি উইকেট শিকারীর তালিকাতেও তিনিই শীর্ষে।
তাই আশা করাই যায়, জিম্বাবুয়ে সিরিজেই টি-টোয়েন্টি ফরম্যাটের 'ডাবল' এর সেই কীর্তি গড়বেন তিনি। ঢুকে যাবেন ইতিহাসের পাতায়, গড়ে তুলবেন আরো এক অনন্য কির্তী।

আর যার হাত ধরে বাংলাদেশের এত এত অর্জন, সে সাকিবের গুণগান গেয়ে এতটুকু তো বলাই যায়,...
                 "বাংলাদেশের জান, সাকিব আল হাসান"

Related

Shakib Al Hasan 8526172883319184550

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

item