যখন সহবাস করবে তখন কি বলবে?

মাসআলাঃ ৪. যখন সহবাস করবে তখন কি বলবে? আর যখন সহবাস করবে তখন তাঁর জন্য এ কথা বলা উচিতঃ “শুরু করছি আল্লাহর নামে। হে আল্লাহ! আমাদেরকে শায়...



মাসআলাঃ ৪. যখন সহবাস করবে তখন কি বলবে?
আর যখন সহবাস করবে তখন তাঁর জন্য এ কথা বলা উচিতঃ
“শুরু করছি আল্লাহর নামে। হে আল্লাহ! আমাদেরকে শায়তান থেকে রক্ষা করুণ এবং আমাদেরকে যা দান করবেন তাকে শায়তান থেকে রক্ষা করুণ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ তা’আলা যদি তাদের মাঝে সন্তান সৃষ্টি করার ফায়সালা করেন, তাহলে শায়তান তাকে কখনো কোন ক্ষতি করতে পারবে না।[1]
[1]  সহীহ বুখারী ৯/১৮৭ এবং বাকী সুনান সমূহের লেখকগণ নাসাঈ ব্যতীত। ইশরাহ ৭৯/১, মুসান্নাফে আবদুর রাযযাক ৬/১৯৩/১৯৪ পৃঃ এবং ত্বাবারানী ৩/১৫১/২।

Related

Sex Tips 8453153871212082885

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

item