যখন সহবাস করবে তখন কি বলবে?
মাসআলাঃ ৪. যখন সহবাস করবে তখন কি বলবে? আর যখন সহবাস করবে তখন তাঁর জন্য এ কথা বলা উচিতঃ “শুরু করছি আল্লাহর নামে। হে আল্লাহ! আমাদেরকে শায়...
https://abhera.blogspot.com/2016/02/blog-post_22.html
মাসআলাঃ ৪. যখন সহবাস করবে তখন কি বলবে?
আর যখন সহবাস করবে তখন তাঁর জন্য এ কথা বলা উচিতঃ
“শুরু করছি আল্লাহর নামে। হে আল্লাহ! আমাদেরকে শায়তান থেকে রক্ষা করুণ এবং আমাদেরকে যা দান করবেন তাকে শায়তান থেকে রক্ষা করুণ।

[1] সহীহ বুখারী ৯/১৮৭ এবং বাকী সুনান সমূহের লেখকগণ নাসাঈ ব্যতীত। ইশরাহ ৭৯/১, মুসান্নাফে আবদুর রাযযাক ৬/১৯৩/১৯৪ পৃঃ এবং ত্বাবারানী ৩/১৫১/২।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷