যখন সহবাস করবে তখন কি বলবে?
মাসআলাঃ ৪. যখন সহবাস করবে তখন কি বলবে? আর যখন সহবাস করবে তখন তাঁর জন্য এ কথা বলা উচিতঃ “শুরু করছি আল্লাহর নামে। হে আল্লাহ! আমাদেরকে শায়...
https://abhera.blogspot.com/2016/02/blog-post_22.html
মাসআলাঃ ৪. যখন সহবাস করবে তখন কি বলবে?
আর যখন সহবাস করবে তখন তাঁর জন্য এ কথা বলা উচিতঃ
“শুরু করছি আল্লাহর নামে। হে আল্লাহ! আমাদেরকে শায়তান থেকে রক্ষা করুণ এবং আমাদেরকে যা দান করবেন তাকে শায়তান থেকে রক্ষা করুণ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ তা’আলা যদি তাদের মাঝে সন্তান সৃষ্টি করার ফায়সালা করেন, তাহলে শায়তান তাকে কখনো কোন ক্ষতি করতে পারবে না।[1]
[1] সহীহ বুখারী ৯/১৮৭ এবং বাকী সুনান সমূহের লেখকগণ নাসাঈ ব্যতীত। ইশরাহ ৭৯/১, মুসান্নাফে আবদুর রাযযাক ৬/১৯৩/১৯৪ পৃঃ এবং ত্বাবারানী ৩/১৫১/২।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷