ব্রেকিং নিউজ ! দীপিকার প্রেমে সাকিব!

সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের অপরিহার্য এক জন ক্রিকেটার। মাঠের বাইরে তাঁর পছন্দ কী? স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের একনম্বর অলরাউন্ডা...

সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের অপরিহার্য এক জন ক্রিকেটার। মাঠের বাইরে তাঁর পছন্দ কী? স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের একনম্বর অলরাউন্ডার। এমনটাই জানিয়েছে কলকাতার এবেলা পত্রিকা।

সাকিব-আল হাসানের পছন্দ আমির খানকে। এ বার সাকিব প্রেমে পড়েছেন দীপিকা পাডুকোনের। কোনও জল্পনা নয়। সাকিবই স্বয়ং এই কথা জানিয়েছেন। শাহরুখ খানকে আগে থেকেই পছন্দ করেন সাকিব। কাজল ও  ক্যাটরিনা কাইফও সাকিবের পছন্দের তালিকায় রয়েছেন। এবার এলেন দীপিকা। প্রকাশ পাড়ুকোনের মেয়ের পিকু ছবিটিও দেখেছেন সাকিব। বেশ ভালই লেগেছে তাঁর।


Related

Sports World 5324268830645665913

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

item