মাশরাফির প্রেমের গল্প।।।

মাশরাফি-সুমনা: ছোট্ট শহরে পাশেই ছোটবেলা কেটেছে মাশরাফি বিন মর্তুজার। নড়াইলের মেয়ে ও নড়াইলের ছেলে। ছোটবেলা থেকেই জানাশোনা। তবে মন দেওয়া...

মাশরাফি-সুমনা: ছোট্ট শহরে পাশেই
ছোটবেলা কেটেছে মাশরাফি বিন
মর্তুজার। নড়াইলের মেয়ে ও নড়াইলের
ছেলে। ছোটবেলা থেকেই
জানাশোনা। তবে মন দেওয়া-
নেওয়ার পর্বটা শুরু হয় কলেজে পড়ার
সময়। এলাকার কারো অজানা ছিল না
মাশরাফি ও সুমির প্রেমকাহিনী।
সাদা মনের মাশরাফির প্রতিভার
বিকাশ হতে সময় লাগেনি মোটেও।
বাংলাদেশ দলে সুযোগ পেয়েই হলেন
বড় তারকা।
গ্রামের মানুষের সন্দেহ জন্মাল তাদের
সর্ম্পক নিয়ে। সুমির বাবাকে
প্রতিবেশীরা বোঝাতে চাইলেন,
তার মেয়েকে বিয়ে করবেন না
মাশরাফি। ‘ও এখন বড় তারকা’
প্রতিবেশীদের এমন কথায় মাশরাফির
বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে
হাজির হন সুমির বাবা। রাজি হয়ে
যান দু’জনেই। ২০০৬ সালের সেপ্টেম্বরে
বিয়ে হয় তাদের। তবে কে প্রথম প্রেম
নিবেদন করেছিলেন, সেটি অবশ্য
রহস্যের মধ্যেই রেখে দিয়েছেন
মাশরাফি। সুখী এ দম্পতির ঘর আলো
করে করেছে মেয়ে হুমাইরা ও ছেলে।


Related

Story 1858439615105560565

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

550,432
item