দাগ মুক্ত ত্বকের জন্য।

বয়স একটু বাড়তে থাকলে ত্বকে নানা ধরনের বাদামী বা খানিকটা কালো বর্ণের দাগ পড়তে শুরু করে। সেইসঙ্গে শুরু হয় ত্বকে ভাজপড়া। ত্বকের এসব দাগের মধ্...

বয়স একটু বাড়তে থাকলে ত্বকে নানা ধরনের বাদামী বা খানিকটা কালো বর্ণের দাগ পড়তে শুরু করে। সেইসঙ্গে শুরু হয় ত্বকে ভাজপড়া। ত্বকের এসব দাগের মধ্যে থাকে বাদামী স্পট, সানস্পট, মেছতার দাগ, তিল, ব্রনের দাগ, বয়সজনিত দাগ ইত্যাদি। বিশেষ করে মুখে এ ধরনের দাগ পড়লে ছেলে-মেয়ে বয়স্করা পর্যন্ত উদ্বিগ্ন থাকেন। ছুটে যান চর্মরোগ বিশেষজ্ঞ অথবা বিউটি পারলারে। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রে ত্বকের দাগ চিকিৎসায় রোগীরা কাঙ্খিত ফল পাননা। অনেকে আবার যান লেজার সেন্টারে। কিন্তু কেউ ভাবেন না লেজার কোন ম্যাজিক না। লেজারের মাধ্যমে ত্বকের এস দাগ তোলা যায়না। বেশীর ভাগ ক্ষেত্রে প্রতারিত হয়ে আবার ছুটে যান চর্মরোগ বিশেষজ্ঞের কাছে। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রে মুখের দাগ নিরাময় হয়না। এটা যেমন সত্য তেমনি যথাযথ চিকিৎসা এবং উপযুক্ত সানস্কিন ব্যবহার করে আমরা অনেক ক্ষেত্রে মুখের দাগ হালকা করতে পারি। তবে মুখের দাগের স্থায়ী সমাধান বেশীরভাগ ক্ষেত্রে সম্ভব নয়, এটা অবশ্যই আপনাকে ভাবতে হবে। যদি কোন চিকিৎসক বা লেজার সেন্টার থেকে ত্বকের দাগ নিরাময়ের শতভাব গ্যারান্টি দেয় তাহলে বুঝবেন এটা সঠিক নয়। বিশেষ করে মেছতার ক্ষেত্রে স্থায়ী সমাধান কোন ভাবেই সম্ভব নয়। তবে আজকাল অনেক ক্ষেত্রে লাইটিং ক্রিম পাওয়া যায়। এসব ব্যবহারে অনেক সময় ত্বকের ক্ষতি হতে পারে। তাই যে কোন লাইটিং ক্রিম বা ব্লিচিং এজেস্ট ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন। পাশাপাশি প্রচুর সবুজ শাক-সবজি, রঙ্গিন ফ্রুট ও প্রচুর পানি পান করুন।


Related

Health Tips 668907351501193161

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

item