মোবাইল ফোন ব্যবহারে সতর্কতা! [জরুরিভিত্তিতে পড়ুন, শেয়ার করুন]

১. কখনই মোবাইল ফোন চার্জ দেয়া অবস্থায় ফোন আসলে ফোন রিসিভ করবেন না বা অন্য কোনো কাজে (গেম খেলা, ভিডিও দেখা, ইন্টারনেট ব্রাউজ করা ইত্য...

১. কখনই মোবাইল ফোন চার্জ দেয়া
অবস্থায় ফোন আসলে ফোন রিসিভ
করবেন না বা অন্য কোনো কাজে (গেম
খেলা, ভিডিও দেখা, ইন্টারনেট ব্রাউজ
করা ইত্যাদি) ব্যবহার করবেন না। এতে
করে ফোন বিস্ফোরিত হতে পারার
বিরাট সম্ভাবনা থাকে। এই বছরের
জানুয়ারী মাসেই মুম্বাইতে একটা
কিশোর বালক চার্জ দেয়া অবস্থায়
একটি চাইনিজ ফোন ব্যবহার করতে
গেলে ফোনটি বিস্ফোরণ হয়ে সে
মারাত্মক আহত হয় এবং ২০১৩ এর জুলাই
মাসে আইফোন ৫ চার্জ দেয়া অবস্থায়
ফোন রিসিভ করতে গেলে একজন মহিলা
মৃত্যুবরণ করেন। সূত্র – http://goo.gl/I0XobGhttp://goo.gl/I0XobG http://goo.gl/4lky4f
২. চার্জ না দেয়া অবস্থায়ও মোবাইল
ফোনের ব্যাটারী যদি একদম লো থাকে
(শেষ দাগ বা ১৫% এর নিচে) তবে ফোন
আসলে রিসিভ করবেন না। কারণ এই
অবস্থায় ফোনের রেডিয়েশন অতি উচ্চ
পর্যায়ে থাকে যাতে করে ব্রেন, হার্ট
অথবা শরীরের অন্য কোনো জৈবিক
ক্ষতি এমনকি স্কিন ক্যান্সারও হতে
পারে। ব্লুটুথ ব্যবহারেও রেডিয়েশনের
মাত্রা উচ্চ পর্যায়ে থাকে। তাই ব্লুটুথ
ব্যবহার না করা অবস্থায় বন্ধ করে রাখুন।
উল্লেখ্য: ফোনের কতটুকু রেডিয়েশন ঠিক
কতটা ক্ষতিকারক এই বিষয়ে এখনো
পুরোপুরি বিস্তারিত জানা যায়নি। সূত্র:
http://goo.gl/jA5Gbc
৩. মোবাইল ফোন বালিশের নিচে রেখে
ঘুমাবেন না। এমন বেশ কয়েকবার ঘটেছে
যে, মোবাইল ফোন চালু অবস্থায়
বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ার পর
ফোনটি গরম হয়ে ব্যাটারী এবং
প্লাস্টিক গলে যায় এবং জ্বলে যায়।
সূত্র – http://goo.gl/szoEIi
৪. মোবাইল ফোন চালু অবস্থায় মাথার
কাছে রেখে ঘুমাবেন না। এতে
দীর্ঘমেয়াদে ফোনের রেডিয়েশন
ব্রেনের ক্ষতি বয়ে আনতে পারে।
৫. পুরুষ ব্যক্তি হলে মোবাইল ফোন
হ্যান্ডস ফ্রি বা টক মোড অবস্থায়
প্যান্ট এর পকেটে রাখবেন না। এতে করে
বীর্যের মানের উপর বিরূপ প্রভাব পড়তে
পারে যা ভবিষ্যতে সন্তান হলে তার
জন্য ক্ষতি বয়ে আনে। 
সূত্র – http://goo.gl/http://goo.gl/YVIsc6
সময় থাকতে সাবধান!

Related

Technology 7965452759703640690

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

item