বন্ধ সিমের অফার - রবি গ্রাহকদের জন্য

আজীবন মেয়াদসহ যেকোনো নম্বরে ১ পয়সা/সেকেন্ড কলরেট অফার ৯ অথবা ২৯ টাকা রিচার্জ করে গ্রাহকরা এই স্পেশাল কলরেট সুবিধা উপভোগ  করতে পারবেন ...

আজীবন মেয়াদসহ যেকোনো নম্বরে ১ পয়সা/সেকেন্ড কলরেট অফার
  • ৯ অথবা ২৯ টাকা রিচার্জ করে গ্রাহকরা এই স্পেশাল কলরেট সুবিধা উপভোগ  করতে পারবেন
  • গ্রাহকের সিমটি অবশ্যই  চালু থাকতে হবে। একটানা ৬০ দিন  বা তার বেশি চালু না থাকলে গ্রাহক আর এই অফার উপভোগ করতে পারবেন না
  • গ্রাহকরা অন্য কোনো অফার অথবা প্যাকেজে মাইগ্রেট হলে এই অফারে আর ফিরে আসতে পারবেন না
  • ৯ টাকা অথবা ২৯ টাকা রিচার্জ ব্যতীত ট্যারিফ ১৮ পয়সা/ ১০ সেকেন্ড প্রযোজ্য 

যেকোনো রিচার্জে ১০০% বোনাস
  • এই ১০০% বোনাস সুবিধা উপভোগ করতে হলে গ্রাহককে ৯/২৯ টাকা রিচার্জ করতে হবে
  • ৯ টাকা/২৯ টাকা রিচার্জ করার পর পরবর্তী যেকোনো রিচার্জে ১০০% রবি-রবি বোনাস মিনিট অফার চালু হয়ে যাবে; সেই বোনাসের মেয়াদ হবে ২ দিন ( গ্রাহক যদি ৯ টাকা/২৯ টাকা প্রথম রিচার্জ করার পর ৫ টাকা রিচার্জ করে তাহলে গ্রাহক ৫ মিনিট রবি-রবি বোনাস পাবে যার মেয়াদ থাকবে ২ দিন)
  • ৯ টাকা রিচার্জে ১০০% বোনাস অফার উপভোগ করা যাবে ১০ দিন পর্যন্ত এবং ২৯ টাকা রিচার্জে ১০০% বোনাস অফার উপভোগ করা যাবে ৩০ দিন পর্যন্ত। তার মানে গ্রাহক ৯ টাকা রিচার্জ করার পরের ১০ দিন যেকোনো রিচার্জ করলেই ১০০% রবি-রবি বোনাস মিনিট পাবে এবং ২৯ টাকা রিচার্জের পরের ৩০ দিন রিচার্জে ১০০% রবি-রবি বোনাস মিনিট পাবে 
  • ১০ দিন/৩০ দিনের মেয়াদ শেষ হবার পর গ্রাহককে এই অফার পেতে হলে আবার ৯ টাকা/২৯ টাকা রিচার্জ করতে হবে
  • বোনাস টকটাইম শুধু রবি-রবি কথা বলার জন্য প্রযোজ্য হবে
  • ৮ টাকা, ৩৩ টাকা, ৪১ টাকা, ৫৯ টাকা, ৭৮ টাকা, ৯১ টাকা এবং ২২৯ টাকা ব্যতীত অন্য যেকোনো রিচার্জের ক্ষেত্রে ১০০% বোনাস অফারটি প্রযোজ্য হবে


৯ টাকায় ১ জিবি ইন্টারনেট
  • এই প্যাক-এর মূল্য ৯ টাকা
  • মেয়াদ হবে ৭ দিন
  • প্যাকটি কিনতে ডায়াল করুন *৮৬৬৬*০৯০#  
  • গ্রাহক ৭ দিনে শুধু একবারই এই প্যাকটি কিনতে পারবেন
  • গ্রাহকরা প্রতিদিন রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই প্যাকটি ব্যবহার করতে পারবেন
  • ডাটা ব্যালেন্স জানতে গ্রাহককে *৮৪৪৪*৮৮# নাম্বারে ডায়াল করতে হবে।

বন্ধ সংযোগের জন্য অন্যান্য বিশেষ নির্দেশিকা
  • রবি বন্ধ সংযোগ থেকে যেকোনো চার্জযোগ্য কার্যক্রম করার ৭২ ঘণ্টার মধ্যেই অফার শুরু হবে
  • এই অফার অব্যবহৃত সকল প্রিপেইড (পোস্টপেইড, এসএমই, উদ্যোক্তা, ইজিলোড ও কর্পোরেট ব্যতীত) সংযোগের জন্য প্রযোজ্য
  • এই অফারটি আপনার বন্ধ সংযোগের জন্য প্রযোজ্য কিনা জানতে A < স্পেস > ০১৮XXXXXXXX লিখে যেকোনো রবি নম্বর থেকে ফ্রি এসএমএস করুন ৮০৫০ নম্বরে
  • পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই অফার প্রযোজ্য থাকবে
  • উপরিউক্ত মূল্যের সাথে ৩% সম্পূরক শুল্ক, ১৫% ভ্যাট ও ১% সারচার্জ প্রযোজ্য

Related

Robi ফ্রি Tv দেখুন আপনার Android ফোনে। Free mobile Tv for Android

সবাই ভাল আছেন তো? আগের টিউন এ রবি তে ফ্রী টিভি দেখবার কথা বলে ছিলাম। অনেকে প্রশ্ন করেছে প্রমান কি? আমি ছোট্ট একটা অ্যাপ সেয়ার করে ছিলাম (<১এমবি)। যার মনে অনেক প্রশ্ন তারা রবিটিভি এর ওয়েবসাইট Ro...

রবি+এয়ারটেল সিমে ছবি সহ ফেসবুক চালান একদম ফ্রীতে(১০০%) working

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি… আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ একটি ফ্রি ফেসবুক ট্রিক… তো আর দেরি কেন চলুন শুরু করা যাক… বিঃদ্রঃ...

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

549,864
item