গুগল সিইওর বেতন ৭৭৮ কোটি টাকা

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তার নাম সুন্দর পিচাই। এটা এখন প্রায় সবারই জানা। বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া মানুষের মধ্যে তিনি একজন। শ...

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তার নাম সুন্দর পিচাই। এটা এখন প্রায় সবারই জানা। বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া মানুষের মধ্যে তিনি একজন। শুধু তা-ই নয়, কাজের স্বীকৃতি হিসেবে তিনি গত বছর যে পরিমাণ অর্থ গুগল থেকে পেয়েছেন, তা শুনলে মাথা ঘুরে উঠতে পারে। কারণ, এই সংখ্যাটা হলো ১০০ মিলিয়ন ডলার বা ৭৭৮ কোটি টাকার বেশি।
২০১৫ সালে সুন্দর পিচাই মোট ১০০ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার বেতন পেয়েছেন। অথচ গুগলের অভিভাবক সংস্থা অ্যালফাবেট ইনকরপোরেশনের নির্বাহী চেয়ারম্যান এরিক ই স্মিডটের এ অঙ্কটা কমে দাঁড়িয়েছে আট মিলিয়ন ডলারে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাবে দেখা গেছে, সুন্দর পিচাইয়ের মূল বেতন ছয় লাখ ৫২ হাজার ৫০০ মার্কিন ডলার।
গত বছরের আগস্টে কোম্পানি পুনর্গঠনের সময় অ্যালফাবেট ইনকরপোরেশন গুগলের প্রধান নির্বাহী হিসেবে সুন্দর পিচা
ইকে নিয়োগ দেয়।

Related

technology world 8324891357955717774

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

item