এতদিন এটি জানতেন না আপনারা, এবার জানা গেলো সাকিবের ছুটিতে যাওয়ার আসল কারণ। আসলে খুবই ব্যস্ত মানুষ তিনি। জাতীয় দল, ঘরোয়া ক্রিকেট ছাড়াও ব্যস্ত থাকেন বিদেশি টি-টোয়েন্টি লিগেও।
বিশ্বসেরা অলরাউন্ড...
দল ঘোষণা করেনি ভারত। আর্থিক মডেল মেনে নেওয়ার জন্য এটি আইসিসির উপরে বিসিসিআইয়ের এক প্রকার চাপ। তবে এবার আইসিসিও জানিয়ে দিল চ্যাম্পিয়ন্স ট্রফি বর্জনের সিদ্ধান্ত নিলে দীর্ঘ সময় আইসিসির কোন টুর্নামেন্টে ...
কলম্বো থেকে প্রতিনিধি : তিনি আইপিএল খেলতে যাচ্ছেন কি যাচ্ছেন না? গত কয়েক দিন ধরে মুস্তাফিজুর রহমানকে নিয়ে এই বিভ্রান্তির সুরাহা কিছুতেই হচ্ছিল না। ভারতীয় এক ওয়েবসাইটে খবর বেরিয়েছিল যে ‘কাটার ...
নতুন করে শুরু হচ্ছে # বিপিএল
,
৮ নভেম্বর থেকে মাঠে ঘড়াবে #বিপিএল
,
৪ এবং ৫ নভেম্বরের ম্যাচ আবার
অনুষ্টিত হবে।
,
৪ নভেম্বরের দ্বিতীয় ম্যাচটি হবে ১০
তারিক।
সন্ধ্যা ৭:০০ টায়।
,
৪ ন...
এবারের আইপিএলে প্রথমবারের মতো
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। প্রতিটি
ম্যাচেই হায়দরাবাদের একাদশে ঠাঁই পেয়েছেন তিনি। আর প্রতি ম্যাচেই যেন
নিজেরে সঙ্গে প্রতিযোগিতা ক...
মডেল ও অভিনেত্রী সুজানা জাফর মিডিয়ায় কম কাজ করলেও এখন বেশ নিয়মিত
তিনি। মডেলিং, মিউজিক ভিডিও ও টিভি নাটকে অভিনয় করার পাশাপাশি সমাজসেবামূলক
অনেক কাজও তিনি করেন। প্রতিবন্ধী ও অনেক এতিম শিশুর সঙ্গে অবসরে তিনি সময়
কাটান। সাধ্যমতো তাঁদের সহযোগিতার চেষ্টাও করেন এই অভিনেত্রী। সম্প্রতি
নিজের মনের আরেকটি গোপন স্বপ্নের কথা প্রকাশ করেছেন সুজানা।
সুজানা বলেন, ‘বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা করছি। অনেকদিন হলো আমার বাবা
মারা গেছেন। বাবার অনেক ইচ্ছা ছিল বৃদ্ধাশ্রম করার। বাবার অপূর্ণ ইচ্ছাটা
এখন আমি পূর্ণ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার
পরিকল্পনামতো এগিয়ে যেতে পারি।’
সম্প্রতি সংগীতশিল্পী সালমার গাওয়া একটি গানের মডেল হয়েছেন সুজানা।
গানের শিরোনাম ‘তুমি আসবা নাকি’। এতে সুজানার বিপরীতে মডেল হয়েছেন আশফাক
রানা। মিউজিক ভিডিওটির নির্দেশনা দিয়েছেন তানিম রহমান অংশু। এ ছাড়া আসছে ঈদ
উপলক্ষে বেশ কিছু নাটকে অভিনয় করবেন বলে জানান সুজানা।