দয়া করে সবাই পরার চেস্টা করবেন ।।। মুসা(আঃ) এর সময়কার একটি ঘটনা

←→←→←→←→↓↓↓←→←→←→←→ হযরত মুসা (আ:) একবার আল্লাহ তা'আলার কাছে আরজ করলেন, হে-দয়াময় প্রভু! আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে'খারাপ ব...

←→←→←→←→↓↓↓←→←→←→←→
হযরত মুসা (আ:) একবার আল্লাহ তা'আলার
কাছে আরজ করলেন,
হে-দয়াময় প্রভু! আমার উম্মতের মধ্যে কে
সবচেয়ে'খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে
দাও।
অদৃশ্য থেকে আওয়াজ এলো,ঠিকাছে
আগামীকাল সকালে তুমি পথের ধারে বসে
থেকো। যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম
করবে, সে ব্যক্তি-ই হলো তোমার উম্মতের
সবচেয়ে' খারাপ।
হযরত মুসা (আ:) ঠিক সময়মত নির্দিষ্টস্থানে
বসলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যাক্তি
একটি ছোট ছেলে কুলে করে তাঁকে অতিক্রম
করলো।
হযরত মুসা (আ:)তাকেদেখে মনে মনে বললেন,
ওহ্ এইব্যাক্তি-ইআমার উম্মতের মধ্যে
সবচেয়ে 'খারাপ।.
কিছুক্ষণ পর হযরত মুসা (আ:)-র ইচ্ছা হলো
তাঁর উম্মতের সবচেয়ে' ভালো ব্যাক্তিকে
দেখতে।
আল্লাহ'র নিকট এবার আরজ করলেন, হে-
দয়াময় প্রভু ! এবার আমার উম্মতের মধ্যে কে
সবচেয়ে' ভালোব্যাক্তি আমাকে দেখাও।.
আওয়াজ এলো, হে- মুসা! পথের ধারে বসো,
সন্ধ্যা বেলায় যে ব্যাক্তি সর্বপ্রথম আসবে,
সে-ই হলো তোমার উম্মতের মধ্যে
সবচে'ভালো। সন্ধ্যা বেলায় হযরত মুসা
(আ:)নির্দিষ্টস্থানে বসলেন।
কিছুক্ষণ পর দেখলেন সকালের সে ব্যাক্তি-ই
ছোট ছেলেকে কোলে করে ফিরতিপথে
আসছে।
তাকে দেখে হযরত মুসা (আ:)অত্যন্ত অবাক
হলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন।.
হযরত মুসা (আ:) আল্লাহ'র নিকট আরজ করলেন,
হে-দয়াময় প্রভু! আমি একী দেখতেছি!
সকালে যে সবচেয়ে 'খারাপ ছিলো, সন্ধ্যায়
সে কিভাবে সবচেয়ে 'ভালো হয়ে গেলো?
অদৃশ্য থেকে মহান স্রষ্টা আল্লাহ উত্তর
দিলেন, হে- মুসা!সকালে যখন এই ব্যাক্তি
ছেলেকে সাথে নিয়ে তোমাকে
অতিক্রমকরে জঙ্গলে প্রবেশ করলো, তখন
ছেলে তাকে প্রশ্ন করে ছিলো, বাবা! এই
জঙ্গল কতবড়?
সে ব্যক্তি উত্তরে বলেছিলো,অনেক বড়।
.ছেলে আবার প্রশ্ন করলো, বাবা! জঙ্গল
থেকে কি বড় কোনো কিছু আছে?
তখন বাবা বলেছিলো, হ্যাঁ বাবা!
ঐপাহাড়গুলো জঙ্গল থেকে বড়।
ছেলে পুনরায় প্রশ্ন করলো,পাহাড় থেকে কি
বড়কিছু আছে?
বাবা বললো, আছে, এই আকাশ।
ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি
বড় কিছু আছে?
সেই ব্যক্তি বললো,হ্যাঁ, আমার পাপ এই
আকাশ থেকেও বড়।
ছেলে বাবার এ উত্তর শোনে বললো,বাবা!
তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই?
তখন সেই ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে
লজ্জিত হয়ে গম্ভীর সুরে বললো, আছে বাবা!
আমার পাপ থেকেও আল্লাহ'র রহমত অনেক
বড়।
.হে-মুসা! এই ব্যক্তির পাপের অনুভূতি ও
অনুশোচনা আমার এতো পছন্দ হয়েছে
যে,আমি তাঁকে তোমার উম্মতের সবচেয়ে
'খারাপ ব্যক্তিকে সবচেয়ে' ভালোব্যক্তি
বানিয়ে দিয়েছি।আল্লাহু আকবর।।
হে আল্লাহ তুমি আমাদের সকলকে পিছনের
গুনাহের কথা সব সময় স্বরণ করে সামনের
দিনগুলোকে সত্যপথে চলার তাওফিক দান
করো।-----"আমিন"।

Related

islamic story 9123379534904801140

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

item