গাজী টায়ারস্‌ ক্রিকেটার্স হান্ট (প্রশ্ন-উত্তর)

১/ গাজী টায়ারস্‌ ক্রিকেটার্স হান্ট কি? উত্তরঃ তরুণ ও প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করার কার্যক্রম। ২/ কারা অংশগ্রহণ করতে পারবে? উত্ত...

১/ গাজী টায়ারস্‌ ক্রিকেটার্স হান্ট কি? উত্তরঃ তরুণ ও প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করার কার্যক্রম।
২/ কারা অংশগ্রহণ করতে পারবে? উত্তরঃ শুধুমাত্র পুরুষ, ১৫ বা তদূর্ধ্ব বয়সী এবং ইতিপুর্বে ঢাকা লিগ এ অংশগ্রহন করেনি এমন খেলোয়াররা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে।
৩/ আমি কোনো ক্লাব এ খেলিনা, আমি কি অংশ নিতে পারবো? উত্তরঃ অবশ্যই পারবেন।গাজী টায়ারস্‌ ক্রিকেটার্স হান্ট এর বাছাই প্রক্রিয়ার সাথে ক্লাব এ খেলার বা না খেলার কোন সম্পর্ক নাই। ৪/ সিলেকশন রাউন্ড কি? উত্তরঃ আপনার ট্রায়াল বা প্রাথমিক বাছাই পর্ব।
৫/ সিলেকশন রাউন্ড কবে হবে? কোথায় হবে? কখন হবে? উত্তরঃ ১ সেপ্টেম্বর, সকাল ৯ টা, চট্টগ্রাম ওমেন্স কমপ্লেক্স গ্রাউন্ড, জহুর আহমেদ স্টেডিয়াম এর পাশে (চট্টগ্রাম বিভাগ) ৪ সেপ্টেম্বর, সকাল ৯ টা, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (সিলেট বিভাগ) ৭ সেপ্টেম্বর, সকাল ৯ টা, ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ (ময়মনসিংহ) ১৭ সেপ্টেম্বর, সকাল ৯ টা, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম, বরিশাল (বরিশাল বিভাগ) ১৯ সেপ্টেম্বর, সকাল ৯ টা শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা (খুলনা বিভাগ) ২২ সেপ্টেম্বর, সকাল ৯ টা, শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, রাজশাহী (রাজশাহী বিভাগ) ২৫ সেপ্টেম্বর, সকাল ৯ টা, ক্রিকেট গার্ডেন, রংপুর (রংপুর বিভাগ) ২৯ সেপ্টেম্বর, সকাল ৯ টা, সিটি ক্লাব মাঠ, পল্লবী-মিরপুর (ঢাকা বিভাগ)
৬/ সিলেকশন রাউন্ডের জন্য নির্দিষ্ট ৮ টি যায়গায় আমি থাকিনা। আমি কি অংশগ্রহণ করতে পারবো? উত্তরঃ আপনি যে কোন জায়গা থেকে অংশগ্রহণ করতে পারবেন।
৭/ সিলেকশন রাউন্ডে আমি সিলেক্ট হলে পরবর্তীতে কি হবে? উত্তরঃ সিলেকশন রাউন্ডে আপনি সিলেক্ট হলে আপনাকে একটি “ইয়েস কার্ড” দেওয়া হবে। সেই ইয়েস কার্ড নিয়ে আপনাকে একই ভেন্যুতে ঠিক তার পরের দিন সকাল ৯টায় রিপোর্ট করতে হবে। পরের দিন যদি আপনি নির্বাচিত হন তাহলে আপনাকে দেওয়া হবে “ইয়েস ক্যাপ”। বিঃদ্রঃ ময়মনসিংহে ১ দিনেই (৭ সেপ্টেম্বর) ট্রায়াল ও সিলেকশন করা হবে। বরিশালে ১ দিনেই (১৭ সেপ্টেম্বর) ট্রায়াল ও সিলেকশন করা হবে।
৮/ সিলেকশন রাউন্ডে “ইয়েস ক্যাপ” পেলে পরবর্তীতে কি হবে? উত্তরঃ সিলেকশন রাউন্ডে “ইয়েস ক্যাপ” পাওয়ার অর্থ হচ্ছে আপনি বুট ক্যাম্পের জন্য নির্বাচিত হয়েছেন। ৯/ “ইয়েস ক্যাপ” কয়জন পাবে? উত্তরঃ “ইয়েস ক্যাপ” ৬০-৮০ জন পাবে সারা বাংলাদেশ থেকে। ১০/ বুট ক্যাম্প কোথায় হবে? উত্তরঃ বুট ক্যাম্প বিকেএসপি তে হবে। ১১/ বুট ক্যাম্প কয়দিনের হবে? উত্তরঃ বুট ক্যাম্প ৩ দিনের জন্য হবে। ১২/ বুট ক্যাম্প কবে হবে? উত্তরঃ বুট ক্যাম্প দুইটি দলে ভাগ করে করানো হবে। প্রথম দল ৪-৬ অক্টোবর এবং দ্বিতীয় দল ৮-১০ অক্টোবর বুট ক্যাম্পে অংশগ্রহণ করবে। আপনি যদি “ইয়েস ক্যাপ” বিজয়ী হয়ে থাকেন তাহলে উল্লেখিত দুইটি দলের যেকোন একটির জন্য আপনাকে নির্বাচিত করা হবে। ১৩/ বুট ক্যাম্পে কি হবে? উত্তরঃ ট্রেনিং এবং গ্রুমিং। ১৪/ চূড়ান্তভাবে বিজয়ী হবে কত জন? উত্তরঃ ২০ থেকে ২৫ জন। ১৫/ নিবন্ধন/ রেজিস্ট্রেশন করবো কি ভাবে? উত্তরঃ নিবন্ধন/ রেজিস্ট্রেশন ফর্ম টি নিচের লিংক থেকে ডাউনলোড ও প্রিন্ট করে কলম দিয়ে পুরণ করুন। এর পর যে ভেন্যু তে আপনি অংশগ্রহন করবেন সেখানে ট্রায়াল এর দিন ফর্মটি জমা দিয়ে রেজিস্ট্রেশন করুন। অথবা ট্রায়ালের দিন আপনি ভেন্যু থেকেও ফর্ম সংগ্রহ করে রেজিস্ট্রেশন করতে পারবেন। বিঃদ্রঃ ট্রায়াল এর দিন ভেন্যুর রেজিস্ট্রেশন বুথ এ সকাল ৯ টা থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। নিবন্ধন/রেজিস্ট্রেশন ফর্ম এর লিংকঃ https://drive.google.com/file/d/0B47c6o4Yw7oZX3NkZzY5MGVzNmM/view
১৬/ নিবন্ধন/ রেজিস্ট্রেশন ফর্ম এর সাথে কি কি জমা দিব? উত্তরঃ ফর্মের সাথে আপনাকে জমা দিতে হবে--- সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ১ টি ফটোকপি অথবা জন্মনিবন্ধন সনদের ১টি ফটোকপি ১৭/ কোন কোন ক্যাটাগরিতে/বিভাগে রেজিস্ট্রেশন করা যাবে? উত্তরঃ ব্যাটসম্যান, পেস বোলার, স্পিন বোলার, উইকেট কিপার।
১৮/ আমি ব্যাটিং, পেস বল, স্পিন বল, উইকেট কিপিং সব পারি। আমি অলরাউন্ডার, কোন ক্যাটাগরিতে/বিভাগে ট্রায়াল দিব? উত্তরঃ আপনি যে ক্যাটাগরিতে সেরা শুধুমাত্র সেই ক্যাটাগরিতে ট্রায়াল দিন। একের অধিক ক্যাটাগরিতে/বিভাগে ট্রায়াল দেওয়ার সুযোগ থাকবেনা। ১৯/ ট্রায়ালের দিন সাথে কি আনতে হবে? উত্তরঃ ব্যাটসম্যান ক্যাটাগরি তে অংশ নিতে প্রয়োজনীয় সরঞ্জামাদি সাথে আনবেন। উইকেটকিপার ক্যাটাগরি তে অংশ নিতে কিপিং গ্লাভস, প্যাড সাথে আনবেন। বোলিং ক্যাটাগরির জন্য কোনো সরঞ্জাম লাগবেনা। সাদা জার্সি পরিধান করে আসতে হবে ২০/ নিবন্ধন/ রেজিস্টেশন এর জন্য কত টাকা দিতে হবে? উত্তরঃ নিবন্ধন/রেজিস্ট্রেশন বা অন্য কোন কিছুর জন্য আপনাকে কোথাও কোন টাকা দিতে হবেনা। কারো কথায় প্ররোচিত হয়ে কোন রকম আর্থিক লেনদেন করবেন না।যোগ্যতার ভিত্তিতে খেলোয়াড় বাছাই করা হবে।

Related

Gazi Tyres Cricketers Hunt 5555899023666194845

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

549,945
item