দেশের খেলোয়াড়েই আস্থা বরিশালের

গতবার শিরোপার সুবাস পেতে পেতেও পাওয়া হয়নি বরিশাল বুলসের। ৩ উইকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে হতে হয়েছিল রানার্স আপ। সেই দলের অনেকে...

গতবার শিরোপার সুবাস পেতে পেতেও পাওয়া হয়নি বরিশাল বুলসের। ৩ উইকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে হতে হয়েছিল রানার্স আপ। সেই দলের অনেকেই এবার নেই বরিশালে। অধিনায়ক মাহমুদউল্লাহ চলে গেছেন খুলনা টাইটান্সে। কিন্তু তারপরও কীর্তনখোলা পাড়ের দলটি এবারও যথেষ্ঠ সমীহ জাগানিয়া। অধিনায়ক হিসেবে আছেন মুশফিকুর রহিম।



স্পটলাইট
শেষ ওভারে বেন স্টোকসকে টানা চারটি ছয় মেরে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন কার্লোস ব্রাফেট। বরিশালের স্বপ্নযাত্রার অন্যতম সারথি হবেন তিনিই। ব্যাটের পাশাপাশি বল হাতেও তাঁর কাছে প্রত্যাশা থাকবে বরিশালের। সাম্প্রতিক ফর্মটা খুব ভালো যাচ্ছে না ক্যারিবীয় অলরাউন্ডারের। কিন্তু ঝলসে ওঠার জন্য বিপিএলের মতো মঞ্চকেই বেছে নিতে পারেন  ২৮ বছর বয়সী ব্রাফেট।

ঘরের ছেলেরা
২১ উইকেট নিয়ে গতবার বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁহাতি পেসার আবু হায়দার। এবার তাঁকে দেখা যাবে বরিশালের হয়ে খেলতে। জাতীয় দল থেকে বাদ পড়া পেসার আল-আমিন হোসেনও আছেন তাঁর সঙ্গে। এছাড়া আছেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষিক্ত পেসার কামরুল ইসলাম রাব্বি। আছেন শাহরিয়ার নাফিস ও শামসুর রহমানের মতো ব্যাটসম্যান। জাতীয় দলের স্পিনার তাইজুল ইসলামও খেলবেন বরিশালের হয়ে।

ভিনদেশি তারা
বিপিএলের তৃতীয় আসরে ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছিলেন রংপুর রাইডার্সের থিসারা পেরেরা। এবার তিনি আছেন বরিশাল বুলস দলে। এছাড়া ব্যাটসম্যান জোশুয়া কব, অলরাউন্ডার রায়াদ এমরিট, মোহাম্মদ নওয়াজ, রুম্মান রইস ও দিলশান মুনাবিরার মতো খেলোয়াড়।

তুরুপের তাস

২১ বছরী তরুণ মেহেদী হাসানের ওপর অনেকটাই প্রত্যাশা থাকবে বরিশালের। জাতীয় দলের নতুন তারকা মেহেদী হাসান মিরাজের মতো তিনিও অলরাউন্ডার। ওপেনিং ব্যাটিংয়ের পাশাপাশি করে থাকেন অফ স্পিন বোলিং।

কোচ

বিপিএলের এবারের আসরের সবচেয়ে হাই প্রোফাইল কোচটি আছেন বরিশাল বুলসের সঙ্গে। তিনি ডেভ হোয়াটমোর। জাতীয় দলের সাবেক এই কোচের সঙ্গে খেলোয়াড়দের রয়েছে দীর্ঘদিনের জানাশোনা। সেটাই শক্তি হতে পারে বরিশাল বুলসের জন্য। 
পরিশেষে ঃ পরবর্তী পোষ্ট পেতে  লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। 

Related

bpl 2016 1537230550696682684

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

549,952
item