Youtube মার্কেটিং-Google adsense
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই নিশ্চই পরম করুনাময়ের রহমতে ভাল আছেন। সব সময় ভাল থাকেন এটাই প্রত্যাশা। Youtube মার্কেটিং নিয়ে লেখা গত পোষ্...
এডসেন্সের জন্য আবেদন করার যোগ্যতাঃ
এজন্য প্রথমেই প্রয়োজন একটি গুগুল একাউন্ট। অনেকেই হয়ত ভাবছেন গুগুল একাউন্ট আবার কি? গুগুল একাউন্ট বলতে Gmail আইডিই বুঝায়।- একাউন্ট খুলার পর Google adsense জন্য আবেদন করতে হয়। এজন্য Youtube পার্টনাশীপ প্রয়োজন।Youtube থেকে পার্টনারশিপের যেই মেইটা পাঠানো হয় আবেদনের সময় সেই মেইলের লিঙ্কটি দিয়ে দিতে হবে। অন্যথায় এই আবেদন গ্রহনযোগ্য হবে না।
- আবেদনের জন্য নিজস্ব ওয়েভ সাইট থাকা ভাল এতে করে ওয়েভসাইট বা ভিডিওর প্রতি বিশ্বাস যোগ্যতা বৃদ্ধি পায়।তবে যদি ভাল মানের ভিডিও তৈরী করা যায় এবং ভিউয়ার্স যদি অনেক বেশী হয় সে ক্ষেত্রে ওয়েভসাইট মূখ্য নয়।
- আবেদনের সময় Youtube চ্যানেলের লিঙ্ক সাবমিট করতে হবে।
- ভিডিও তৈরীর সময় একটা বিষয় লক্ষ রাখবেন ভিডিওতে প্রচারিত বিজ্ঞাপন সমূহ ক্লিক করলে যেন তা নতুন উইন্ডোতে ওপেন হয় অন্যথায় ভিওয়ার্স বিরক্ত হয়।
আবেদন গ্রহনের ধাপঃ
- যদি আপনি গুগুলে এডসেন্সের জন্য আবেদন করেন তাহলে গুগুল আপনার ইমেইল,ওয়েভসাইট,আবাসিক সকল ঠিকানা ঠিক আছে কিনা তা পরীকশা করবে।
- প্রথম ধাপ সফল ভাবে সম্পন্ন হলে গুগুল কর্তৃপক্ষ একটি কোড সহ আপনাকে ইমেই করবে যেখানে উল্লেখ থাকবে আপনি এখন বিজ্ঞাপন প্রচার করার জন্য অনুমতি পেয়েছেন।আর সেই কোডটি আপনার ভিডিও এর নির্দিষ্ট স্থানে বসিয়ে দিন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷