মেসেঞ্জারে ৫০টির ও বেশী গেম খেলার সুযোগ পাবেন মেসেঞ্জার ব্যাবহারকারীরা । এবি হেরা মাল্টিমিডিয়া

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন দুনিয়ায় ফেসবুক মেসেঞ্জার এক অপ্রতিদ্বন্দ্বীর নাম। আইওএস, অ্যান্ড্রয়েডসহ সব অপারেটিং সিস্টেমে জনপ্রিয় এই অ...

মেসেঞ্জার এপসইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন দুনিয়ায় ফেসবুক মেসেঞ্জার এক অপ্রতিদ্বন্দ্বীর নাম। আইওএস, অ্যান্ড্রয়েডসহ সব অপারেটিং সিস্টেমে জনপ্রিয় এই অ্যাপে প্রতিনিয়ত যোগ হচ্ছে নিত্যনতুন সব সুবিধা। তারই ধারাবাহিকতায় ফেসবুক মেসেঞ্জারে যুক্ত হয়েছে গেমস খেলার সুবিধা। এ জন্য ‘ইনস্ট্যান্ট গেমস’ ফিচার হালনাগাদ করেছে বার্তা বিনিময়ের অ্যাপটি। খবর ম্যাশেবল।
নভেম্বরের শেষ নাগাদ নির্দিষ্ট কিছু দেশে ‘ইনস্ট্যান্ট গেমস’ ফিচার চালু করে মেসেঞ্জার। এবার সারা বিশ্বের প্রায় ১২০ কোটি মেসেঞ্জার ব্যবহারকারী ফিচারটি ব্যবহারের সুযোগ পাবে। শুরুতে ফিচারটি কাজে লাগিয়ে আইওএস এবং অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যেকোনো ডিভাইসে ১৭টি গেম খেলা গেলেও নতুন এ পরিবর্তনে প্রায় ৫০টি গেম খেলা যাবে।
বর্তমানে বিশ্বব্যাপী ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা ১২০ কোটির বেশি। আর এই বিপুলসংখ্যক ব্যবহারকারীর কথা মাথায় রেখে ফেসবুক কর্তৃপক্ষ আরো বেশি নজর দিচ্ছে
এই অ্যাপের দিকে। এরই মধ্যে ভিডিও কল, ভয়েস কল, অর্থ লেনদেনের মতো সুবিধা চালু করেছে ফেসবুক।

Related

Messenger Games 2756555812402229050

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

item