প্রবাসী কল্যাণ ব্যাংকে ৬০ জন নিয়োগ

প্রবাসী কল্যাণ ব্যাংকে আটটি পদে মোট ৬০ জন লোক নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। 
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসপিও-সমমান) পদে ২ জন, প্রিন্সিপাল এক্সিকিউটিভ অফিসার (পিও-সমমান) পদে ৫ জন, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার (পিও-সমমান) ১ জন, প্রোগ্রামার (পিও-সমমান) পদে ১ জন, সহকারী প্রোগ্রামার (এসও-সমমান) পদে ২ জন, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (এসও-সমমান) পদে ২০ জন, এক্সিকিউটিভ অফিসার সাধারণ (অফিসার-সমমান) পদে ৯ জন এবং এক্সিকিউটিভ অফিসার-ক্যাশ (অফিসার সমমান) পদে ২০ জনকে নিয়োগ করা হবে। এসব পদে আবেদন করা যাবে ১৫ জুন পর্যন্ত।
আগ্রহী প্রার্থীদের পদভেদে শিক্ষাগত যোগ্যতা প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত জানা যাবে। পদভেদে বয়স হতে হবে ০১-০৫-২০১৭ তারিখে ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে।
অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং প্রিন্সিপাল এক্সিকিউটিভ অফিসার পদের প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে স্বহস্তে লিখিত আবেদনপত্র মহাব্যবস্থাপক ও সদস্যসচিব, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় বরাবর হাতে হাতে বা ডাকযোগে দাখিল করতে হবে। আর অন্যান্য পদের প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট erecruitment.bb.org.bd -এ অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে দরখাস্ত করতে হবে। দরখাস্ত করার সময় ফরম পূরণ করার নিয়ম ও অন্য শর্তাবলি ওয়েবসাইটেই পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত ট্র্যাকিং নম্বর ফরমটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র পাঠাতে হবে না। লিখিত পরীক্ষা গ্রহণের পর উত্তীর্ণ প্রার্থীদের নিকট থেকে আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি সংগ্রহের আহ্বান করা হবে। দাখিলকৃত দলিলের সত্যতা যাচাই সাপেক্ষে প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা পদভেদে ১৬ হাজার টাকা থেকে ৪৩ হাজার টাকা স্কেলে বেতন পাবেন।
পরবর্তী চাকুরীর বিজ্ঞপ্তি পেতে অবশ্যই লাইক দিন ভর্তি বিজ্ঞপ্তি । চাকুরীর বিজ্ঞপ্তি পেজটিতে।
অথবা জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে গ্রুপ লিংক  ভর্তি বিজ্ঞপ্তি । চাকুরীর বিজ্ঞপ্তি

Related

Job Circular 688298826548087257

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

550,186
item