♥♥♥৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি ♥♥♥

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত নোট:-
==================================

@সুশাসন ধারণাটির উদ্ভাবক /সুশাসন প্রত্যয়টি উদ্ভাবক - ১৯৮৯ সালে, বিশ্বব্যাংক।
@সুশাসন ধারণাটি উদ্ভাবনের পিছনের প্রেক্ষাপট ছিল অাফ্রিকা মহাদেশে বিশ্বব্যাংকের ব্যর্থতা।
@সুশাসন ধারণাটি প্রথম ব্যবহার করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কনাবলে।
@সুশাসন ধারণাটির ব্যাখ্যা দেন ১৯৯৭ সালে UNDP,
@সুশাসন ধারণাটি সর্বপ্রথম প্লেটো দ্য রিপাবলিক গ্রন্থে পাওয়া যায়।
@বিশ্বব্যাংক 'শাসন ও উন্নয়ন' শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করে ১৯৯২ সালে।
@IDA সুশাসনের প্রতিবেদন প্রকাশ করে ১৯৯৮ সালে।
@ADB প্রকাশ করে ১৯৯৫ সালে।
@সুশাসন শব্দের অর্থ - Good Governance।
@ই-গভর্নেন্স=ই-গণতন্ত্র+ই-সরকার।
@সরকারি অফিস-অাদালতে ও কর্মকর্তা-কর্মচারি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ডিজিটাল রূপ- G2G.
@ই-গভর্নেন্স শব্দটির ব্যবহার শুরু হয় ১৯৯০ সালের শেষের দিকে।
@অামেরিকায় ২০০২ সালে ই-গভর্নেন্স অ্যাক্ট পাস হয়।
@মানবাধিকারের প্রবক্তা -জাতিসংঘ।
@জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার গৃহীত ও ঘোষিত হয় ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর।
@জাতিসংঘের মানবাধিকার সনদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেওয়া হয়েছে ১৯নং অনুচ্ছেদ কিন্তু বাংলাদেশর সংবিধানে দেওয়া হয়েছে ৩৯নং অনুচ্ছেদে।
@কৌটিল্যের মতে সুশাসনের উপাদান -৪টি।
@UNDP এর মতে - ৬টি
@UNHRC এর মতে- ৫ টি
@IDA এর মতে - ৪ টি
@AFDB এর মতে- ৫টি
@জাতিসংঘ এর মতে - ৮টি
@IMF -good governance এজেন্ডাটি গ্রহণ করে -১৯৯৬ সালে।
@সুশাসনের বড় অন্তরায়- দুর্নীতি।
@সুশাসন ধারণাটি বিমূর্ত ও বহুমুখী।
@কল্যান রাষ্ট্রের ধারণা পাওয়া যায় প্লেটোর দ্যা রিপাবলিক গ্রন্থে।
@সর্বপ্রথম ন্যায়পাল পদ সৃষ্টি হয় ১৮০৯ সালে সুইডেনে।
@গ্রেটব্রিটেনে ১৯৬৭ সালে এবং বাংলাদেশে ১৯৮০ সালে।
@বাংলাদেশে বিচারবিভাগ স্বাধীনতা লাভ করে ১ নভেম্বর ২০০৭ সালে যা সংবিধানের ২২ নং অনুচ্ছেদে বলা হয়েছে।
@বাংলাদেশে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠিত হয় ২০০৪ সালে।
@বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় ২০০৮ সালে।
@বাংলাদেশের জাতীয় সংসদে ন্যায়পাল অাইন পাস হয় ১৯৮০ সালে।
@ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা - মন্টেস্কু
@The Spirit of Laws- মন্টেস্কু।
@The Spirit of Islam - সৈয়দ অামীর অালী।
@মূল্যবোধের চালিকাশক্তি - সংস্কৃতি।
@ "মূল্যবোগ হলো ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ ‘‘ উক্তিটি
-- এম.ডব্লিউ পামফ্রে।
@মূল্যবোধ হলো মানুষের অাচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
@মূল্যবোধ শিক্ষা হলো নৈতিকতা সম্বন্ধে চেতনা প্রদায়ী শিক্ষা।
@মূল্যবোধ শিক্ষা শুরু হয় পরিবারে কিন্তু বিকশিত হয় সমাজে।
@মূল্যবোধের অপর নাম নৈতিকতা।
@মূল্যবোধ জাগ্রত করে নীতিশাস্ত্র।
@ নৈতিকতা ও ঔচিত্যবোধের বিকাশভূমি -সমাজ।
@বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য
-- মূল্যবোধ(Values)।
@সুশাসনের ভিত্তিতে মজবুত করতে মূল্যবোধ -সভ্যতা ,সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণের শিক্ষা দেয়।
@মূল্যবোধের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান - নীতি ও ঔচিত্যবোধ।
@অাধুনিক বিশ্ব খুব বেশি গুরুত্ব দিচ্ছে -ব্যক্তিগত মূল্যবোধে।
@প্রতিটি শিশুই ব্যক্তিগত মূল্যবোধ নিয়ে জন্মায়।
@প্লেটো ও এরিস্টটল বাহ্যিক মূল্যবোধের উপর গুরুত্ব দিয়েছেন।
@নৈতিকতা হচ্ছে নীতিঘটিত বা নীতি সংক্রান্ত বিষয় যা মূলনীতি, সৎনীতি বা উৎকর্ষ নীতিকে ধারণ করে।
@নৈতিকতা - ইংরেজি প্রতিশব্দ Morality.
@নৈতিকতা দর্শন শাস্ত্রের শাখা।
@নৈতিকতা - ব্যক্তির মর্যাদা ও গুন।
@নৈতিকতার বিধান- ঐচ্ছিক।
@নৈতিকতার প্রধান উৎস- বিবেক।
@শুদ্ধাচার- শব্দের অর্থ- চরিত্রনিষ্ঠা।
@নৈতিকতা ও মূল্যবোধের যথার্থ বিকাশ ঘটায় -সুশাসন।
@বাংলাদেশের সংবিধানে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিধান সংযোজন করা হয়েছে - ১৮ নং অনুচ্ছেদে।
@Virtue is knowledge - সক্রেটিস।
@The elements of Ethics- Bertrand Russell
@পরানীতিবিদ্যা- Metaethics.
@পরানীতিবিদ্যার সূচনাকারী - জি. ই. ম্যূর(G.E. Moore)
@G.E.Moore তাঁর Principia Ethica গ্রন্থে পরাবিদ্যার অালোচনা করেন।
@নীতিবিদ্যা -Ethics
@নীতিতত্ত্ব- Ethology
@ধর্মতত্ত্ব- Theology.

Related

BCS 8604809669105107933

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

item