একটি বাড়ি একটি খামার এডমিট কার্ড। Download EBEK Admit Card 2017
প্রশ্ন পদ্ধতি সম্পর্কে একটি বাড়ি একটি খামার প্রকল্পের পরিচালক আকবর হোসাইন জানান, অন্যান্য চাকরির পরীক্ষার মতো বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও চলতি ঘটনাবলি মিলিয়ে প্রশ্ন করা হবে।
তিনি আরো জানান, নৈশপ্রহরী পদে এটাই প্রথম নিয়োগ। মৌখিক পরীক্ষার মাধ্যমে নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হতে পারে। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। আকবর হোসাইন বললেন, সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষা নেওয়া হতে পারে। সহকারি প্রকল্প পরিচালক পদের পরীক্ষাটি হবে ঢাকায়। আর অন্যান্য পদের পরীক্ষা হবে প্রার্থীর নিজ বিভাগে।
পরীক্ষার প্রস্তুতি
সাধারণত এসএসসি ও এইচএসসি লেভেলের প্রশ্ন করা হয়ে থাকে। বাংলা অংশে ব্যাকরণ, সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্ম থেকে প্রশ্ন করা হয়। এই অংশের জন্য নবম-দশম শ্রেণির বোর্ডের বাংলা ব্যাকরণ ও সৌমিত্র শেখরের সাহিত্য জিজ্ঞাসা বইটি দেখতে পারেন। ইংরেজিতে সাধারণত গ্রামার থেকে প্রশ্ন আসে। গ্রামারের প্রস্তুতির জন্য কাজে আসবে ইংলিশ ফর কমপিটেটিভ এক্সাম বইটি। গণিত অংশে ভালো করতে হলে আয়ত্তে রাখতে হবে ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির বোর্ডের গণিত বইগুলো। সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় থেকে প্রশ্ন আসে। গুরুত্ব দিতে হবে সাম্প্রতিক বিষয়ের ওপর। এ অংশে ভালো করতে হলে আজকের বিশ্ব, নতুন বিশ্ব প্রভৃতি সাধারণ জ্ঞানের বই এবং তথ্যভিত্তিক মাসিক সাময়িকী দেখতে পারেন। কম্পিউটার অপারেটর-কাম-হিসাব সহকারি পদের প্রার্থীদের জোর দিতে হবে কম্পিউটার বিষয়ক তথ্যের ওপর। কম্পিউটার অপারেটর-কাম-হিসাব সহকারি পদের পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের পাশাপাশি থাকবে কম্পিউটার বিষয়ক প্রশ্ন।
এডমিট ডাউনলোড করুন এখান থেকে।
ডাউনলোড করতে ক্লিক করুন
ধন্যবাদ।।।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷