লন্ডনে হয়ে গেল ই-কমার্স মেলা

বাংলাদেশে প্রযুক্তি খাতের উন্নয়ন ও ইন্টারনেটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা কীভাবে সেবা পেতে পারেন, তা তুলে ধরতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন...

বাংলাদেশে প্রযুক্তি খাতের উন্নয়ন ও ইন্টারনেটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা কীভাবে সেবা পেতে পারেন, তা তুলে ধরতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হলো দুই দিনের ‘ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলা’। পূর্ব লন্ডনের ওয়াটারলিলি হলে ১৩ ও ১৪ নভেম্বর মেলা অনুষ্ঠিত হয়। এটি ছিল লন্ডনে ই-কমার্স মেলার দ্বিতীয় আসর।
এবারের মেলায় এনআরবি ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, বিবাহবিডি ডটকম, রিভ সিস্টেমস, আমরা, পিবাজার ডটকম ও সবজি বাজার ডটকমসহ বেশ কিছু প্রতিষ্ঠান ৪০টির মতো স্টলে তাদের প্রযুক্তিগত বা অনলাইনভিত্তিক সেবা তুলে ধরে।
দুই দিনের এ মেলায় অনুষ্ঠিত হয় বাংলাদেশের প্রযুক্তি, যোগাযোগ, শিক্ষা ও বিনিয়োগ সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে সেমিনার। শনিবার মেলার সমাপনী দিনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, বাংলাদেশে ই-কমার্সের বিষয়টি শুরু হয়েছে। টেলিযোগাযোগ কিংবা সফটওয়্যার খাতের মতো ই-কমার্সও এগিয়ে যেতে শুরু করেছে। সরকার তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে হাইটেক পার্ক গড়ে তোলাসহ নানা উদ্যোগ বাস্তবায়ন নিয়ে কাজ করছে। এতে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের আহ্বান জানান তিনি।
মেলার আয়োজক কমপিউটার জগৎ-এর প্রধান নির্বাহী আবদুল ওয়াহেদ জানান, গতবারের চেয়ে এবারের মেলা আরও বেশি সফল হয়েছে। বেড়েছে দর্শক উপস্থিতি। বাংলাদেশি বেশ কিছু ই-কমার্স প্রতিষ্ঠান ব্যবসায়িক চুক্তিও করেছে। এ মেলা আয়োজনে সহযোগিতা করেছে আইসিটি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো। পৃষ্ঠপোষকতা করেছে এনআরবি ব্যাংক।

Related

technology world 6848186737191440034

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

item