ফেসবুকের সঙ্গে চুক্তি করতে চায় সরকার

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাজনৈতিক অস্থিরতা ও নারীর প্রতি হয়রানি রোধে ফেসবুকের সঙ্গে চুক্তি করতে সরকার নতুন উদ্যোগ নেবে ...




সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাজনৈতিক অস্থিরতা ও নারীর প্রতি হয়রানি রোধে ফেসবুকের সঙ্গে চুক্তি করতে সরকার নতুন উদ্যোগ নেবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আজ মঙ্গলবার প্রথম বিটিআরসি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
তারানা হালিম বলেন, ‘ফেসবুকের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা বা নারীর প্রতি সহিংসতার মতো যে বিষয়গুলো আসছে, তাতে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের চুক্তির একটা সুযোগ ছিল, কিন্তু তারা সেটি করেনি। আমরা এ সুযোগটি আবার গ্রহণ করতে চাই। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ফেসবুকের কর্মকর্তাদের প্রয়োজনে ডেকে এনে কিংবা চিঠির মাধ্যমে বা অনুরোধের মাধ্যমে চুক্তি করার পথ যেন প্রশস্ত হয় সে বিষয়ে অবশ্যই দৃষ্টি দিতে হবে।’
অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, কমিশনের স্বাধীনতা যাতে রক্ষা পায় সেটি নিশ্চিত করতে হবে। বিটিআরসিকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হলে আপনাদের সর্বোচ্চ সেবা দিতে পারব।
বাংলাদেশের কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন ডট (.) বাংলা আগামী বছরের ২১ ফেব্রুয়ারি চালু করার কথা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। অবৈধ ভিওআইপি ও নকল মোবাইল সেট আমদানি বন্ধে বিটিআরসিকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি।
এ মতবিনিময় সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব শওকত মোস্তফা, বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবীব খানসহ কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related

Technology 9134801631687267744

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

549,903
item