প্রশ্নঃ গোসলের পর ওযু করা লাগবে কি না?

প্রশ্নঃ গোসলের পর ওযু করা লাগবে কি না? উত্তরঃ গোসল শেষে অনেক লোক অযু করে থাকেন। যা একদম ঠিক নয় বরং এমন না করা উচিৎ। গোসলের শুরুতে ...

প্রশ্নঃ গোসলের পর ওযু করা লাগবে কি না?

উত্তরঃ
  • গোসল শেষে অনেক লোক অযু করে থাকেন। যা একদম ঠিক নয় বরং এমন না করা উচিৎ। গোসলের শুরুতে অযু করা সুন্নত। যদি কেউ ভুলে শুরুতে অযু না করে, অযু ছাড়া পুরো শরীরে পানি ঢেলে গোসল সম্পূর্ণ করে নেয়, তবুও গোসলের পরে অযু করার প্রয়োজন নেই। যখন পানি দ্বারা সমস্ত শরীর ভিজে গেছে তো এতে অযুও হয়ে গেছে। যদিও সুন্নতের খেলাফ হয়েছে। 
  • যদি গোসল সুন্নাত মোতাবেক না করা হয়, শুধু কুলি করে নাকে পানি দেয় এবং পুরো শরীরে পানি ঢালে তাতেও পবিত্রতা অর্জন হয়ে যাবে। কেননা গোসল ছহীহ হয়ে যাবে। (আপকে মাসায়েল দ্বিতীয় খন্ড, পৃঃ৫০)
  • গভীর ও প্রবাহমান পানিতে ডুব দিলে, শরীর পাক হয়ে যায় শর্ত হল কুলি ও নাকে পানি দিতে হবে (ফরয গোসল হলে) এদুটো করলে ডুক দেওয়ার পরে গোসল ছহীহ হয়ে যবে। (আপকে মাছায়েল দ্বিতীয় খন্ড, পৃঃ৫১)
  • (বড়) পুকুর যেখানে অমুসলিমরা ও গোসল করে সেখানে গোসল জায়েয।নাপাকির সন্দেহ করা ঠিক না। (ফাতাওয়ায়ে দারুল উলুম প্রথম খন্ড, পৃঃ১৫৩)

Related

Ruling Matters 7692404683535678400

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

550,358
item