প্রশ্নঃ একাধিকবার সহবাস করলে কতবার গোসল করতে হবে?
উত্তরঃ • রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “তোমাদের কেউ স্বীয় স্ত্রীর সাথে একবার সহবাস করার পর আবার সহবাস...
https://abhera.blogspot.com/2015/11/blog-post_9.html
উত্তরঃ
• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “তোমাদের কেউ স্বীয় স্ত্রীর সাথে একবার সহবাস করার পর আবার সহবাস করতে চাইলে সে যেন উভয় সহবাসের মাঝে ওযু করে নেয়।” (মাযাহেরে হক্ব, প্রথম খন্ড, পৃঃ৪২৫)
• একাধিকবার সহবাস করলে প্রত্যেক সহবাসের পর গোসল না করে সব শেষে একবার গোসল করাই যথেষ্ট। কিন্তু যৌনাঙ্গকে প্রত্যেকবার পাক করে নিবে। নাপাক অঙ্গে সহবাস করবে না। (ফাতাওয়ায়ে মাহমুদিয়াঃ দ্বিতীয় খন্ড, পৃঃ২৭, আলমগীরী প্রথম খন্ড, পৃঃ৩৯)
• সহবাস করার সাথে সাথে গোসল করা জরুরী নয়, তবে উত্তম। কিন্তু কোনো কারণে যদি কিছু বিলম্ব হয়ে যায়, তাতেও কোনো ক্ষতি নেই, কোনো গুনাহ নেই। (মেশকাত শরীফ প্রথম খন্ড, পৃঃ২৫)
• স্ত্রীর সাথে কয়েকবার সহবাস করার পর একবার গোসল করাই যথেষ্ট। কিন্তু প্রত্যেকবার অন্তত স্বীয় যৌনাঙ্গ ধুয়ে নেওয়া মুস্তাহাব। (আহসানুল ফাতাওয়া, দ্বিতীয় খন্ড, পৃঃ ৩৫)
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷