পিতৃত্বকালীন ছুটি নেবেন মার্ক জাকারবার্গ

দুই মাসের পিতৃত্বকালীন ছুটি নেবেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান দম্পতির অনাগ...

দুই মাসের পিতৃত্বকালীন ছুটি নেবেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান দম্পতির অনাগত সন্তানের জন্মের পর থেকেই এই ছুটিতে থাকবেন মার্ক।
মার্ক জাকারবার্গ সম্প্রতি নিজের ফেসবুক পেজে বিষয়টি উল্লেখ করেন। ‘এটি একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত’ নামের এক বার্তায় এই পিতৃত্বকালীন ছুটি নেওয়ার কথা জানান জাকারবার্গ। আগামী বছরের জুলাই মাসে জাকারবার্গ ও প্রিসিলা দম্পতি কন্যা সন্তানের আশা করছেন। যুক্তরাষ্ট্রে শিশু জন্মের পর আর্থিক সুবিধাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা চার মাসের ছুটিতে থাকতে পারেন। সিইও জাকারবার্গের অনুপস্থিতিতে অন্য কেউ ভারপ্রাপ্ত হিসেবে তাঁর দায়িত্ব পালন করবেন কি না সে বিষয়ে কিছু জানা যায়নি।
জাকারবার্গের এই পিতৃত্বকালীন ছুটি নেওয়ার বিষয়টি প্রযুক্তির দুনিয়ায় ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বেশ কিছুদিন ধরেই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোয় পিতৃত্বকালীন ছুটি কারা পাবেন বা কোন পর্যায়ের কর্মীরা কীভাবে পাবেন সে বিষয়ে আলোচনা চলছিল। ইতিমধ্যে নেটপ্লিক্স জানিয়েছে, সন্তান জন্ম নেওয়ার পর যুক্তরাষ্ট্রে পুরুষ কর্মীদের অনেকেই ছুটি নিয়ে থাকেন। সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফট ও অ্যাডোবিও এ রকম ছুটির অনুমোদন দিচ্ছে বলে জানা গেছে। মার্ক জাকারবার্গের এই ছুটি নেওয়ার বিষয়টিকে প্রযুক্তির দুনিয়ায় বেশ উৎসাহব্যঞ্জক ও ভালো একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

বিবিসি ও দ্য গার্ডিয়ান

Related

new facebook tips 3740305194572622129

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

549,930
item