বর্ষসেরা স্মিথ

২০১৫-তে আইসিসি-র ‘ক্রিকেটার অফ দ্য ইয়ার’ হলেন স্টিভেন স্মিথ৷ পাশাপাশি ‘টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার’-এর পুরস্কার পেলেন অসি অধিনায়ক৷ ওয়ান...

২০১৫-তে আইসিসি-র ‘ক্রিকেটার অফ দ্য ইয়ার’ হলেন স্টিভেন স্মিথ৷ পাশাপাশি ‘টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার’-এর পুরস্কার পেলেন অসি অধিনায়ক৷

ওয়ানডে ক্রিকেটে বর্ষসেরার পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স৷ টানা দুইবার এই পুরস্কার পেলেন এবিডি৷

১৮ সেপ্টেম্বর ২০১৪ থেকে ১৩ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে পুরস্কার প্রাপকদের বেছে নেয়া হয়েছে৷ এই সময়ের ব্যবধানে টেস্টে ২৫ ইনিংসে ১১টি সেঞ্চুরি ও ছয়টি হাফ-সেঞ্চুরিসহ ১,৭৩৪ রান করেছেন স্মিথ৷ ২০১৫ বিশ্বকাপ জেতার ক্ষেত্রে বড় অবদান ছিল স্মিথের৷

প্রত্যাশিতভাবেই বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার পেলেন ডি ভিলিয়ার্স৷ ২০টি ইনিংসে দুটি সেঞ্চুরি ও নয়টি হাফ-সেঞ্চুরিসহ ১,২৬৫ রান করেছেন প্রোটিয়া ওয়ানডে অধিনায়ক৷ গড় ৮০ কাছাকাছি৷ স্ট্রাইক-রেট ১২৮.৪৷

টি-২০ ফরম্যাটে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন ফ্যাফ ডু’প্লেসিস৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫৬ বলে ১১৯ রানের ইনিংসের জন্য এই পুরস্কার পেলেন প্রোটিয়া অলরাউন্ডার৷ ‘আইসিসি ইমার্জিং ক্রিকেটার অফ দ্য ইয়ার’ হলেন অসি পেসার জোস হ্যাজেলউড৷

এক নজরে পুরস্কার প্রাপ্তরা :

আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ার- স্টিভেন স্মিথ
আইসিসি টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার- স্টিভেন স্মিথ
আইসিসি ওয়ান ডে ক্রিকেটার অফ দ্য ইয়ার- এবি ডি ভিলিয়ার্স
আইসিসি টি-২০ ক্রিকেটার অফ দ্য ইয়ার- ফ্যাফ ডু’প্লিসিস
আইসিসি উইমেন ক্রিকেটার অফ দ্য ইয়ার- মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া)
আইসিসি উইমেন টি-২০ক্রিকেটার অফ দ্য ইয়ার- স্ট্যাফিনি টেলর (ওয়েস্ট ইন্ডিজ)
আইসিসি ইমার্জিং ক্রিকেটার অফ দ্য ইয়ার- জোস হ্যাজেলউড
আইসিসি অ্যাসোসিয়েট ক্রিকেটার অফ দ্য ইয়ার- খুরাম খান (ইউএই)
আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড- ব্রেন্ডন ম্যাককালাম
আইসিসি আম্পায়ার অফ দ্য ইয়ার- রিচার্ড কেটেলব্রো।।

Related

Sports Photo 6172367788544414075

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

item