অ্যান্ড্রয়েডকে ব্যবহার করুন আপনার মডেম হিসাবে, কোন সফটওয়্যার ছাড়াই।।

আজ আমি তোমাদের শেখাবো কিভাবে তোমার মোবাইল দিয়ে পিসি তে কানেক্ট দিবে সবচেয়ে সহজ উপায়ে, তাও আবার কোন সফটওয়্যার ছাড়াই! আসলে এটা একটা সিম্পল ট...

আজ আমি তোমাদের শেখাবো কিভাবে তোমার মোবাইল দিয়ে পিসি তে কানেক্ট দিবে সবচেয়ে সহজ উপায়ে, তাও আবার কোন সফটওয়্যার ছাড়াই! আসলে এটা একটা সিম্পল ট্রিক, সব অ্যান্ড্রয়েডেই এই অপসনটি ডিফল্ট ভাবে দেওয়া থাকে।তাহলে শুরু করা যাক,

  • প্রথমে আপনার অ্যান্ড্রয়েডটি আপনার পিসির সাথ এ ক্যাবল কানেকশন বা ব্লুটুথ কানেকশন এর সাহায্যে লাগান।
  • তারপর আপনার অ্যান্ড্রয়েডের সেটিং অপসানে যান, তাহলে সেখানে নিচের মত Tethering and hotspot নামের একটি মেনু দেখতে পাবেন। (বিদ্রঃ- আপনার অ্যান্ড্রয়েডের ভারসন যদি ৪.৪.২ এর নিচে হয় তাহলে নিচের মত নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনার More নামে অতিরিক্ত একটি মেনু পাবেন, সেখানে ক্লিক করলে আপনি Tethering and hotspot নামের মেনুটি পাবেন।)
  • এবার সেখানে ঢুকুন, তাহলে নিচের মত USB Tethering ও Blutooth Trthering নামের দুটি মেনু দেখতে পাবেন।আপনি যদি ইউএসবি এর মাধ্যমে কানেক্ট করে থাকেন তাহলে USB Tethering  এ টিক মারুন। আর ব্লুটুথ ব্যবহার করে থাকলে Blutooth Tethering এ।
  • এবার আপনার ফোনের ডাটা কানেকশন চালু করুন।তাহলে কিছুক্ষন পর আপনার পিসি তে নিচের মত দেখতে পাবেন।
কানেকশন এলে ব্রাউজ করা শুরু করুন।এই ট্রিকটা অনেকেরি জানা থাকতে পারে, আসলে আমি নতুনদের জন্য টিউনটা করেছি।কোন ভুল হলে ক্ষমা করবেন।আজ এই পর্যন্ত, আগামিতে দেখা হবে আর নতুন সব টিউন নিয়ে।ভাল লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না।
বিঃদ্রঃ = অবশ্যই আপনার পিসিতে wifi থাকতে হবে ।

Related

Mobile Tips 459283229812811153

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

549,888
item