অ্যান্ড্রয়েডকে ব্যবহার করুন আপনার মডেম হিসাবে, কোন সফটওয়্যার ছাড়াই।।
আজ আমি তোমাদের শেখাবো কিভাবে তোমার মোবাইল দিয়ে পিসি তে কানেক্ট দিবে সবচেয়ে সহজ উপায়ে, তাও আবার কোন সফটওয়্যার ছাড়াই! আসলে এটা একটা সিম্পল ট...
- প্রথমে আপনার অ্যান্ড্রয়েডটি আপনার পিসির সাথ এ ক্যাবল কানেকশন বা ব্লুটুথ কানেকশন এর সাহায্যে লাগান।
- তারপর আপনার অ্যান্ড্রয়েডের সেটিং অপসানে যান, তাহলে সেখানে নিচের মত Tethering and hotspot নামের একটি মেনু দেখতে পাবেন। (বিদ্রঃ- আপনার অ্যান্ড্রয়েডের ভারসন যদি ৪.৪.২ এর নিচে হয় তাহলে নিচের মত নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনার More নামে অতিরিক্ত একটি মেনু পাবেন, সেখানে ক্লিক করলে আপনি Tethering and hotspot নামের মেনুটি পাবেন।)
- এবার সেখানে ঢুকুন, তাহলে নিচের মত USB Tethering ও Blutooth Trthering নামের দুটি মেনু দেখতে পাবেন।আপনি যদি ইউএসবি এর মাধ্যমে কানেক্ট করে থাকেন তাহলে USB Tethering এ টিক মারুন। আর ব্লুটুথ ব্যবহার করে থাকলে Blutooth Tethering এ।
- এবার আপনার ফোনের ডাটা কানেকশন চালু করুন।তাহলে কিছুক্ষন পর আপনার পিসি তে নিচের মত দেখতে পাবেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷