জনপ্রিয় গেম CLASH OF CLANS -এ Farming করুন একদম ফুল ভোল্টেজে। সাথে থাকছে আরও টিপস এন্ড ট্রিক্স।

বর্তমানে আমরা প্রায় সবাই স্মার্টফোনে এবং bluestackes এর মাধ্যমে এটা নেশার মত খেলে থাকি। কারন বর্তমানেযেসব আধুনিক মোবাইল strategy গেম আছে ...

বর্তমানে আমরা প্রায় সবাই স্মার্টফোনে এবং bluestackes এর মাধ্যমে এটা নেশার মত খেলে থাকি। কারন বর্তমানেযেসব আধুনিক মোবাইল strategy গেম আছে CLASH OF CLANS তাদের মধ্যে সব চাইতে এক্সছাইটিং।এই গেম সম্পর্কে বলার কিছু নেই,কম বেশি সবাই জানে কিভাবেগেমটি খেলতে হই। আমার এই টিউনে আমি দেখাব কিভাবেসর্বচছ দক্ষতারসাথে ফারমিং(Loot)করা যাই। অনেকে আবার ভাবছেন ফারমিং আবার কি? আসলে যারা CLASH OF CLAN খেলেন তারা ভাল মতন এই বাক্যটির সাথে পরিচিত।
যাইহক,আর কথা বাড়াবো না,চলুন মূল টিউন এ যাওয়া যাক। আমরা জানি যে CLASH OF CLANS গেম এ আর্মি, ডিফেন্স,স্পেল, আরও অনেক কিছু আপগ্রেড করার জন্নে অন্যর ভিলেজে গিয়ে ফারমিং(Loot)করতে হই। কিন্তু সবাই জানে
না যে, কত ট্রফিতে ভাল লুট পাওয়া যাই। আগে যত ট্রফি বাড়ানো হত ততো বেশি হার্ড অপনেনটস পড়ত। ভালমত ফারমিং করা যেত না। কিন্তু বর্তমানে গেম আপগ্রেড হওয়ার কারনে ফারমিং করার যে মাধ্যম ছিলও তা পুরোই পরিবর্তন হয়ে গিয়েছে।
সেটা কি রকম? ঠিকাছে খোলাসা করছি। ধরুন,আপনি টাউনহল ৮ এ আছেন, আগে ফারমিং করার সময় অন্য ভিলেজ সার্চ করতে গেলে টাউনহল ৭,টাউনহল৮, টাউনহল ৯, এবং
টাউনহল ১০, এই সব গুলোই আসতো। কিন্তু এখন আর তা আসবে না। কারন আপনি টাউনহল ৮ হয়ে টাউনহল ১০ থেকে ভালমত ফারমিং করতে পারবেন না। সেই জন্যই সুপারছেল (Supercell)এই সমস্যা দুর করার জন্য ফারমিং করার সিস্টেম
একটু পরিবর্তন করে দিয়েছে।
Clash of clans
এখন ফারমিং করতে গেলে আপনি যদি টাউনহল ৮ হন তাহলে টাউনহল ৮ ই আসবে, মাঝে মধ্যে টাউনহল ৯ আশবে,কিন্তু বেশির ভাগ সময় টাউনহল ৮ ই আসবে। তাই ফারমিং করতে এখন আর আগের মত সমস্যা হই নাহ, কিন্তু প্রবলেম হচ্ছে কত
ট্রফিতে আপনি ফারমিং করবেন?
এখন আমি আপনাদের বলবো কত ট্রফিতে ভাল লুট পাবেন। আপনি টাউনহল ৭,৮,৯,১০ হন নাহ কেন কোন প্রবলেম নেই।
সরাসরি নেমে আসুন সিলভার ট্রফিতে। কোন হেজিট্যাট করবেন নাহ। সিলভার ট্রফির সিলভার III,সিলভার II, সিলভার I এর মধ্যে খুঁজতে থাকুন আপনার সুইটস্পট,মানে কত থেকে কত ট্রফির মধ্যে আপনি ভাল লুট পাচ্ছেন। যেমন আমি
টাউনহল ১০, সিলভার I এ ভাল লুট পাই।আপনিও ট্রাই করে দেখতে পারেন। এবার কিছু টিপস এন্ড ট্রিক্স দেয়ার পালা।
এখন আমি আপনাদের কিছু টিপস এন্ড ট্রিক্স দিবো.. 😀
যেগুলোর মাধ্যমে আপনি CLASH OF CLANS আরও দক্ষতার সাথে,আরও মজা করে খেলতে পারবেন 8-)। সবসময় CLASH OF CLANS খেলার সময় গুগোল দিয়ে সাইনইন করে নিবেন,তাই কোন কারনে গেম আনইন্সটল হয়ে গেলে
আপনি পুনরাই সেই ভিলেজ ফিরে পাবেন। ফারমিং করার সময় Barbarians,Archers,Giants,wallbreakers এই সব ট্রপ দিয়ে করবেন, কারন এই ট্রপ গুলর exilir খরজ কম,এবং ট্রেইনিং টাইম ও অনেক কম। টাউনহল ফুল মাক্স না করে পরের টাউনহলএ
যাবেন না। আপনি আপনার দক্ষতা সম্পর্কে জানুন, যেমন কোন ট্রপ দিয়ে আপনি ওয়ার এবং ফারমিং করতে ভাল পারেন। অন্যকে ফলো করতে যাবেন না, কারন সবার দক্ষতা আলাদা।
ভিলেজে সব সময় ভাল Layout(Design) করুন। এতে করে আপনার কষ্টের Exlir,Gold,Dark Exilir অন্য প্লেয়ার থেকে রক্ষে পাবে। গেমে কোন হ্যাকটুল ব্যবহার না করাই ভাল। এতে করে গেমের আসল আনন্দ চলে যাবে। ওয়ার এবং ফারমিং করার সময় সবার আগে ক্যাসেল ট্রপ বের করে নিবেন। আগে সব ডিফেনন্স এবং ট্রপ ম্যাক্স আপডেট করে নিবেন,নেক্সটটাউনহলে যাওয়ার আগে। ওয়াল সব সময় ম্যাক্স করার চেষ্টা করুন।আর কোন প্রশ্ন থাকলে টিউমেনটে জানাতে ভুলবেন না।

Related

Mobile Tips 3959732589017640720

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

549,929
item