বিপিএল থেকে আয় ২৫ কোটি টাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পাঁচদিন পর আয়ের তথ্য জানালো বিসিবি। রোববার বিসিবিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি নাজমুল...

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পাঁচদিন পর আয়ের তথ্য জানালো বিসিবি। রোববার বিসিবিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান, এই বিপিএলে ২৫ কোটি টাকা আয় হয়েছে বিসিবির।

এবার বোর্ডের কোষাগারে ২৫ কোটি টাকা জমলেও গত দুই আসরে খুব একটা লাভের মুখ দেখা হয়নি। উল্টো গচ্ছা দিতে হয়েছে টাকা। গত আসরের ফ্র্যাঞ্চাইজিরা খেলোয়াড়দের বকেয়া ঠিকঠাক পরিশোধ না করায়, সেই টাকা বিসিবি থেকে পরিশোধ করা হয়েছে।

এবার অবশ্য ফ্র্যাঞ্চাইজিদের কোনো সুযোগই দেয়নি বিসিবি। খেলোয়াড়দের পারিশ্রমিক পরিমাণ যে টাকা আসে এবার তা আগে থেকেই ব্যাংক গ্যারান্টি হিসেবে রেখে দেয়া হয়। কোনো ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের পাওনা নিয়ে ঝামেলা করলে সেখান থেকেই তাদের পাওনা দেয়া হতো।

বিসিবি সভাপতি এ প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করে বলেন, 'খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে কোনো ঝামেলার সম্ভাবনা নেই। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চিটাগং ভাইকিংস এরমধ্যেই তাদের খেলোয়াড়দের পাওনা পরিশোধ করে দিয়েছে। অন্য দলগুলোও নিয়ম অনুযায়ী ৭৫ শতাংশ পাওয়ানা পরিশোধ করেছে।'

এবার আর্থিক কাঠামো নতুনভাবে তৈরি করে মাঠে নামে বিসিবি। সেই কাঠামোতেই ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক জটিলতা সৃষ্টি করার পথ বন্ধ করে দেয়া হয়।

Related

Sports Photo 3557043745632752916

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

item