বাংলাদেশ দলে নতুন মুখ, ছিটকে গেলেন কারা?

প্রতিবছরের মত নতুন বছরের (২০১৬) জন্য একটি অভিজাত স্কোয়াডের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই ঘোষণার মধ্যে দিয়ে ১৫ জন ক্রিকেটার এখন বাং...

প্রতিবছরের মত নতুন বছরের (২০১৬) জন্য একটি অভিজাত স্কোয়াডের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই ঘোষণার মধ্যে দিয়ে ১৫ জন ক্রিকেটার এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তালিকাভূক্ত ক্রিকেটার হিসাবে থাকবেন।

২০১৫ সালে ছিলেন এখন নেই এমন ক্রিকেটার যেমন রয়েছেন তেমনি নতুন করে সুযোগ পেয়েছেন কয়েকজন ক্রিকেটার। দেখে নেয়া যাক এই তালিকাটি, যারা এখন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসাবে থাকবেন। তবে এর আগে একটি বিষয় জানিয়ে রাখা ভালো। আর সেটি হলো গ্রেডিংয়ের বিষয়টি ঠিক করার জন্য এখনো কাজ করছে বিসিবির কর্মকর্তারা।

এ প্লাসসহ ৫টি গ্রেট এবারও থাকবে। এই গ্রেডের ভিত্তিতে বেতন পাবেন তালিকাভূক্ত ক্রিকেটাররা। নতুন বছরের জন্য তালিকায় রয়েছেন, ১. মাশরাফি বিন মুর্তজা, ২. সাকিব আল হাসান, ৩. তামিম ইকবাল, ৪. মুশফিকুর রহিম, ৫. মাহমুদুল্লাহ রিয়াদ, ৬. মুস্তাফিজুর রহমান, ৭. সাব্বির রহমান, ৮. সৌম্য সরকার, ৯. রুবেল হোসেন, ১০. আল আমিন হোসেন, ১১. মুমিনুল হক, ১২. তাইজুল ইসলাম, ১৩. আরাফাত সানি, ১৪. ইমরুল কায়েস, ১৫. নাসির হোসেন। ২০১৫ সালের পারফর্মের ভিত্তিতে ক্রিকেটারদের বিভিন্ন ক্যাটাগরিতে সাজাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির কর্মকর্তারা এখন এই অংক মিলানোর কাজে ব্যস্ত।

উল্লেখ্য, এই তালিকায় এবারের নতুন মুখ মুস্তাফিজ, সৌম্য ও সাব্বির। আর ছিটকে যান সফিউল ও বিজয়।

Related

Sports Photo 2663170812766943979

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

item