ইতিহাস গড়ল আফগানিস্তান

ইতিহাস গড়ল আফগানিস্তান। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছে আফগানরা। গত শুক্রবার ...

ইতিহাস গড়ল আফগানিস্তান। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছে আফগানরা।

গত শুক্রবার শারজাহতে সিরিজের প্রথম ওয়ানডেতে নিজেরা ১৩১ রান করেও জিম্বাবুয়েকে ৪৯ রানে হারায় আফগানিস্তান। এর ফলে জিম্বাবুইয়ানদের হটিয়েই র‍্যাঙ্কিংয়ে দশে উঠে এসেছে আইসিসির সহযোগী দেশটি।

বর্তমানে ৪৮ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশে রয়েছে আফগানিস্তান। ৪৬ রেটিং পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে আয়ারল্যান্ড। আর জিম্বাবুয়ে ৪৫ পয়েন্ট নিয়ে রয়েছে ১২তম স্থানে।

জিম্বাবুয়েকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হারাতে পারলে র‍্যাঙ্কিংয়ে দশেই থাকবে আফগানিস্তান। তবে সিরিজ হেরে গেলে আবার তাদের আগের জায়গা ১২তম স্থানে নেমে যাবে তারা।

ওয়ানডে ক্রিকেটে ২০১৫ সালটা দুর্দান্তই কেটেছে আফগানিস্তানের। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা, বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারানো তাদের সেরা অর্জনই।

এ ছাড়া গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতেই ৩-২-এ ওয়ানডে সিরিজ জেতে আফগানরা। টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে এটাই তাদের প্রথম কোনো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়। জিম্বাবুইয়ানদের টি-টোয়েন্টি সিরিজেও হারায় তারা।

আর এবার নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতেও প্রথম ওয়ানডেতেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। এর পুরস্কারও এবার হাতেনাতে পেল তারা, প্রথমবারের মতো জায়গা করে নিল ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা দশে।

Related

Zimbabwe Cricket 2419000879244782555

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

item