দেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে চট্টগ্রামে প্রস্তুতির সময় মাথায় চোট পেয়েছেন বাংলাদেশ যুবদলের ক্রিকেটার সালেহ আহম...
দেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে চট্টগ্রামে প্রস্তুতির সময় মাথায় চোট পেয়েছেন বাংলাদেশ যুবদলের ক্রিকেটার সালেহ আহমেদ শাওন গাজী। পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বাঁহাতি এই স্পিনারকে।
অনূর্ধ্ব-১৯ দলের কোচ মিজানুল রহমান জানান, অনুশীলনে কট অ্যান্ড বোল্ড করতে গিয়ে মাথায় চোট পান শাওন। চোট তেমন গুরুতর নয়। তাকে স্থানীয় ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়েছে।
যুব দলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ বলেন, “শাওনের সিটি স্ক্যান করা হয়েছে। তাকে আজকে হাসপাতালে রাখা হতে পারে।”
হাসপাতালের মেডিকেল অফিসার শাওন বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমের প্রতিবেদককে জানান, শাওন গাজীর অবস্থা স্বাভাবিক আছে। পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া সিরিজে প্রথম ম্যাচে ২৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন শাওন। দ্বিতীয় ম্যাচে ১৯ রানে নিয়েছিলেন ৩ উইকেট। তৃতীয় ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শিরোপাধারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে বাংলাদেশ যুব দলের।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷