বিনামূল্যে জাজের ছবি

নানা রকম সমালোচনা জন্ম দিয়ে আলোচনায় এলেও দর্শকদের হলে ফেরাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।রবিবার ...

নানা রকম সমালোচনা জন্ম দিয়ে আলোচনায় এলেও দর্শকদের হলে ফেরাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।রবিবার (২৪ এপ্রিল) থেকে মাসব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে দেশের অন্যতম চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সঙ্গে থাকছে কোমল পানীয় ব্র্যান্ড স্প্রাইট। এমনটাই জানালেন উৎসব উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী ও জাজ মাল্টিমিডিয়ার ক্রিয়েটিভ ডিরেক্টর ড. ইলা জাহান। এদিন দুপুর ১২ টায় কুমিল্লার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে এই চলচ্চিত্র প্রদর্শনীর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান জনাব আব্দুল আজিজ এবং স্প্রাইট কর্তৃপক্ষসহ আরো অনেকে।

ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান প্ল্যাকার্ড পাবলিসিটির নির্বাহী পরিচালক কামরুজ্জামান সাইফুল জানান দেশের বিভাগীয় শহরগুলোতে কলেজ এবং বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ডিজিটাল প্রজেকশন সিস্টেম এর মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। কুমিল্লাসহ চট্টগ্রামে একটানা ৩০ এপ্রিল পর্যন্ত এই প্রদর্শনী চলবে। তারপর পর্যায়ক্রমে আগামী ১ থেকে ৬ মে সিলেট, ৭ থেকে ১৪ মে খুলনা ও বরিশাল, ১৫ থেকে ২৩ মে রাজশাহী এবং সবশেষে ঢাকা বিভাগে এসে এই প্রদর্শনীর সমাপনী ঘোষণা করা হবে।

চলচ্চিত্র উৎসব উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী ও জাজ মাল্টিমিডিয়ার ক্রিয়েটিভ ডিরেক্টর ড. ইলা জাহান জানান, ‘মূলত দেশের চলচ্চিত্রপ্রেমী ছাত্রসমাজ এবং নতুন প্রজন্মের হলবিমূখ দর্শকদের মনে দেশীয় ও মান-সম্পন্ন চলচ্চিত্রের প্রতি উৎসাহ যোগানের জন্যই আমাদের এই আয়োজন। আর আমাদের সংগে একাত্ম ঘোষণা করার জন্য স্প্রাইটকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আশাকরি আমাদের এই প্রচেষ্টা সফল হবে।’


Related

JazzMultimedi 3584037964294081827

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

item