সুন্দরী নারীর সাথে কথা বললেই আই ফোন ফ্রি!
আই ফোন অনেকের কাছেই স্বপ্নের একটি ফোন। আর এই স্বপ্নে ফোনটি যদি আপনাকে ফ্রিতে অফার করে তবে? ভাবছেন ভুল কিছু বলছি? না। একদমই ভুল না। শুধু...

এমনই অফার দেওয়া হচ্ছে দুবাইয়ের এক শপিং মলে। শুধু আই ফোনই নয় সঙ্গে দেওয়া হচ্ছে ১২০০ মিনিট টক টাইম ও ১৪ জিবি ডেটা একেবারে বিনামূল্যে। কিন্তু ওই যে বলে না শর্তাবলী প্রযোজ্য জিনিসটা বড় ঝামেলার।
এখানেও তাই, কথা বললেই আই ফোন ফ্রি ব্যাপরটা অত সহজে মিলবে না। একটা বিশেষ কোম্পানির মোবাইল কেনার পরই কিছু শর্ত পূরণের পর মিলবে এই সুযোগ। তবে ভিড় বেশ হচ্ছে। কথা বলে আই ফোন জেতার সুযোগ কেই বা হাতছাড়া করতে চায়।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷