চোখের নিচে কালো দাগ পরে গেছে? দেখে নিন দূর করার সহজ উপায়!
চোখের নিচে দাগ বা আন্ডার আই ডার্ল সার্কেল আজকাল তরুণ-তরুণী এমনকি অনেক মধ্যবয়স্ক নারী-পুরুষের মুখের সৌন্দর্যের ব্যাঘাত সৃষ্টি করছে। পুর...
https://abhera.blogspot.com/2016/05/blog-post_4.html
চোখের নিচে দাগ বা আন্ডার আই ডার্ল সার্কেল আজকাল তরুণ-তরুণী এমনকি অনেক মধ্যবয়স্ক নারী-পুরুষের মুখের সৌন্দর্যের ব্যাঘাত সৃষ্টি করছে। পুরো মুখটি অসম্ভব সুন্দর অথচ চোখের নীচে কালোদাগ অনেকেই এটা মানতে পারেন না। ছুটে যান কোন ত্বক বিশেষজ্ঞ বা বিউটিশিয়ানের কাছে। অনেকে আবার প্রশ্ন করেন চোখের নীচের কালোদাগের আসলেই কোন চিকিৎসা আছে কিনা। এটা অত্যন্ত কঠিন একটি প্রশ্ন। স্কিন বিশেষজ্ঞগণ এ ধরনের প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেন না। কারণ আসলেই চোখের নীচের কালো দাগের কোন কার্যকর চিকিৎসা নেই। তবে ইদানিং কিছু কিছু আন্ডার আই ডিগিগুমেন্টেশন ক্রিম বা অয়েন্টমেন্ট পাওয়া যায়। এ ধরনের ক্রিম এক থেকে দু’মাস ব্যবহার করলে সুফল পাওয়া যায়। পাশাপশি অনেক ক্ষেত্রে অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট বা স্কিন বিশেষজ্ঞগণ চোখের নীচের কালো দাগ দুর করতে এক ধরনের স্পেশালাইজড কেমিক্যাল ব্যবহার করেন। এ ছাড়া চোখের নীচে কালোদাগ দুর করতে প্রচুর পরিমাণ পানি পান, সবুজ শাক-সবজি আহার এবং নিয়ম মাফিক ঘুমের অভ্যাস গড়ে তোলা ও মানসিক চাপ কমানো উচিত।
আমাদের পোষ্টটি ভাল লাগলে শেয়ার করতে কিপ্টামি করবেন না।।।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷