খুব সহজেই মোটা হওয়ার টিপস।

মোটা হওয়ার উপায়: ফিনফিনে পাতলা শরীর কারোই কাম্য নয়। দেখতেও মানানসই নয়। বেশী মোটা কিংবা শুকনা কোনোটাই ভাল নয়; মাঝামাঝি থাকা...

মোটা হওয়ার
উপায়:
ফিনফিনে পাতলা
শরীর কারোই কাম্য
নয়। দেখতেও
মানানসই নয়। বেশী
মোটা কিংবা শুকনা
কোনোটাই ভাল নয়;
মাঝামাঝি থাকাটাই
মঙ্গলময়। স্বাস্থ্য
প্রকৃতিগত ভাবে
পাওয়া। চাইলেই যদি
সব পাওয়া যেত
তাহলে ইচ্ছেমত
সবাই শরীরটাকে
বদলে দিত, তবে হ্যা
চর্চার মাধ্যমে সব
অসম্ভবকে সম্ভব
করা যায়।নিয়মিত
অনুশীলন, চেষ্টা
ধৈর্য আপনার
চাওয়াকে পাওয়াতে
পরিণত করবে। যারা
খুব শুকনা তারা মোটা
হওয়ার উপায়গুলো
জেনে নিন।
*যদি নিয়মিত পুষ্টিকর খাবার খান এবং রাতের ঘুম ঠিক
রাখেন তাহলে আপনি
তাড়াতাড়ি আপনার
স্বাস্থ্য মোটা করতে
পারবেন। না ঘুমাতে
পারলে আপনার শরীর
ক্যালরী ধরে রাখতে
পারে না।
রাতেতাড়াতাড়ি
খাওয়া শেষ করুন এবং
তাড়াতাড়ি ঘুমিয়ে
পড়ুন।
*একটা নিদিষ্ট
সময় ধরে খাবেন।
সকালে ঘুম থেকে
উঠে এক ঘন্টার
মধ্যে সকালের
নাস্তা শেষ করুন।
সকালে প্রচুর
পরিমাণে খেয়ে নিতে
পারেন। হ্যাম বার্গার,
ভাজাখাবার, চিকেন
ব্রেস্ট খেলেও ক্ষতি
নেই।
*সফ্ট ড্রিংকস্
এবং ফ্যাটি খাবার
খেলে স্বাস্থ্য মোটা
হয়। এতে হাই-
ইন্সুলিন থাকে।
ইন্সুলিন হরমোন
তৈরি করে। যার
সাহায্যে শরীরে
কার্বোহাইড্রেট,
প্রোটিন এবং ফ্যাট
জমে। যখন ফ্যাটি
ফুডস্ খাবেন তখন
পানি পানকরুন; সফ্ট
ড্রিংকস্ নয়।
এমনকি ডায়েট সফ্ট
ড্রিংকস্ও নয়। এটা
খেলে আপনি ফ্যাটি
ফুড খেতে পারবেন না।
*এনার্জি ফুড খেলেও
আপনি মোটা হবেন।
শরীরে যদি এনার্জি
ফুড না থাকে তাহলে
শরীরে শক্তিই
থাকে নামোটা হওয়া
তো দূরের কথা। আপনি কখনো ব্যাটারিতে ল্যাপটপ কম্পিউটার
চালাতে পারবেন না
যদি প্লাগ না দেন।
শরীরও তার
ব্যতিক্রম নয়।
*টেনশনমুক্ত থাকুন।
নিয়মিত ব্যায়াম
করুন। ব্যায়াম করলে
ক্ষুধা বেড়ে যায়
টেনশন দূরে করে।
*প্রচুর ফল খান। ফল
পুষ্টিকর খাবার এতে
প্রচুর ক্যালরি পাওয়া
যায়। প্রতিদিন ফল
এবং ফলের রস খান।
ফলের তৈরি বিভিন্ন
সিরাপ, কুবিথ, গাম,
জ্যাম, জ্যালি খান
এতে ফ্যাট আছে যা
আপনার স্বাস্থ্য
মোটা করবে।
*এ্যালকোহল পান
করলে শরীর মোটা
হয়। এটা আপনার
মাংশপেশীতে হরমোন
তৈরি করে। আপনার
শরীরে যখন অতিরিক্ত
ক্যালরির প্রয়োজন
হয়দিনের শেষে
সন্ধ্যার দিকে তখন
এ্যালকোহল পান
করুন।
এ্যালকোহলেপ্রচুর
ক্যালরি পাওয়া যায়।
রাতে এ্যালকোহল পান
করে তাড়াতাড়ি
রাতের খাবার সেরে
ঘুমিয়ে পড়ুন।
*আপনি খুব দ্রুত মোটা হয়ে
যাবেন। আপনি
কল্পনাও করতে
পারবেন না কিভাবে
এত দ্রুত মোটা হওয়া
সম্ভব।

Related

Health Tips 3980449475009828019

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

item