☆ আহাম্মক ও নির্বোধ চেনার উপায় ☆

■ ১নং - কখনো সে পরাজয় স্বীকার করে না।  ■ ২নং - যুক্তিতে সে হারতে চায় না।  ■ ৩নং - সে নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে।  ■ ৪নং - সে অহংকার ক...

■ ১নং - কখনো সে পরাজয় স্বীকার করে না। 
■ ২নং - যুক্তিতে সে হারতে চায় না। 
■ ৩নং - সে নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে। 
■ ৪নং - সে অহংকার করে কথা বলে। 
■ ৫নং - সবাই কে সন্দেহ করে।
■ ৬নং - সব বিষয়ে পারদর্শিতা দেখায়।
■ ৭ নং - সামান্যতেই রেগে যায়, এবং পিছন থেকে আঘাত করার চেষ্টা করে।
■ ৮নং - সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য থাকার পরেও বুঝতে চায় না।
■ ৯নং - অন্যের সম্মান দেখানো কে দুর্বলতা ভাবে।
■ ১০নং - কথায় কথায় মিথ্যা কথা বলে এবং তিরস্কার করে।
■ ১১নং- মানুষের দুর্বল জায়গায় আঘাত করে।
■ ১২নং - নিজের স্বার্থ আগে দেখে।
■ ১৩নং - অন্যের যে কোন প্রতিভা কে খুব ছোট্ট করে দেখে।
■ ১৪নং - নিজেকে ভীষণ বুদ্ধিমান মনে করে।
পোষ্ট টি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।


Related

Others 6583066006487956634

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

item