বিশ্বনবী হযরত মুহাম্মদ ( সাঃ ) এর ১১টি বিশেষ উপদেশ – জেনে রাখুন এবং শেয়ার করুন।

১. যদি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে চাও, তবে উত্তম চরিত্র অর্জন করো। ২. যদি সবচেয়ে বড় আলেম বা জ্ঞানী হতে চাও, তবে তাকওয়া (আল্লাহ ভীতি) অর্জ...

১. যদি পরিপূর্ণ
ঈমানওয়ালা হতে চাও,
তবে
উত্তম
চরিত্র অর্জন করো।
২. যদি সবচেয়ে বড়
আলেম বা জ্ঞানী
হতে
চাও,
তবে তাকওয়া
(আল্লাহ ভীতি)
অর্জন করো।
৩. যদি সবচেয়ে বেশি
সম্মান পেতে চাও, তবে
মানুষের নিকট হাত
পাতা (অন্যের ওপর
ভরসা
করা,
ভিক্ষা করা) বন্ধ
করে দাও।
৪. যদি আল্লাহর
নিকট বিশেষ সম্মান
পেতে
চাও,
তবে অধিক পরিমাণে
আল্লাহর জিকির
করো।
৫. যদি রিজিকের
প্রশস্ততা চাও, তবে
সর্বদা অজুর
সঙ্গে থাকার চেষ্টা
করবে।
৬. যদি সমস্ত দোয়া
কবুল হওয়ার আশা
রাখো, তবে
অবশ্যই হারাম থেকে
বেঁচে থাকবে।
৭. যদি কেয়ামতের দিন
আল্লাহর দরবারে
গুনাহমুক্ত
উঠতে চাও, তবে
সহবাসের পর দ্রুত
পবিত্র
হয়ে
যাবে।
৮. যদি কেয়ামতের দিন
আল্লাহর নূর নিয়ে
উঠতে
চাও, তবে মানুষের ওপর
জুলুম
করা ছেড়ে দাও।
৯. যদি আল্লাহর প্রিয়
বান্দা হতে চাও,
তবে আল্লাহর
ফরজ বিষয়াদির প্রতি
যত্নবান হও।
১০. যদি জাহান্নামের
আগুন নেভাতে চাও,
তবে
দুনিয়ার বিপদাপদে
সবর করো।
১১. যদি
আল্লাহতায়ালার রাগ
বা গোস্বা
থেকে
বাঁচতে চাও, তবে
গোপনে সদকা করো,
আত্নীয়তার সম্পর্ক
রক্ষা করে চলো এবং
মানুষের ওপর রাগ করা
ছেড়ে দাও।
আল্লাহ পাক আমাদের
কে আমল করার
তাওফীক দান করুন

Related

islamic story 7585682981910975332

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

item