বেশ কিছু দিন ক্রিকেটের বাইরে তিনি। গত আগস্টে সর্বশেষ মাঠে নেমেছিলেন ক্যারিবীয় ক্রিকেটার ক্রিস গেইল। মাঠে তাঁর অনুপস্থিতি ভক্ত-সমর্থকরা...
বেশ কিছু দিন ক্রিকেটের বাইরে তিনি। গত আগস্টে সর্বশেষ মাঠে নেমেছিলেন ক্যারিবীয় ক্রিকেটার ক্রিস গেইল। মাঠে তাঁর অনুপস্থিতি ভক্ত-সমর্থকরা মিস করেছেন ভালো কিছু ইনিংস। কেউ কেউ টুইটারেও বলেছেন, দ্রুত মাঠে দেখতে চান তাঁকে। শেষ পর্যন্ত দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে ফিরছেন তিনি। রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংসের হয়ে তাঁকে মাঠে নামতে দেখা যেতে পারে।
ঢাকায় এসেই তিনিও জানিয়ে দিলেন, ক্রিস গেইল ইজ ব্যাক! তাঁর লক্ষ্য দলকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি, ব্যক্তিগত ঝুলিটাকেও সমৃদ্ধ করা। শনিবার মিরপুর অ্যাকাডেমিতে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমি জানি বিপিএল শুরু হয়ে গেছে অনেকদিন আগে। ব্যক্তিগত ঝামেলার কারণে আমি শুরু থেকে আসতে পারিনি। যাঁরা আমাকে এবং আমার খেলা মিস করেছেন তাঁদের উদ্দেশে বলতে চাই, ‘ক্রিস গেইল ইজ ব্যাক!”
তাই এখন দর্শকদের টিভিতে চোখ রাখার পরামর্শ দিয়ে দিয়েছেন এই ক্যারিবীয় ব্যাটিং-দানব, ‘এটা ঠিক, সিপিএলের পর প্রায় চার মাস আমি মাঠের বাইরে। খেলায় ফিরতে ফিরতে পারছি বলে আমারও এখন ভালো লাগছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বলছিলেন, আমাকে মাঠে দেখতে চান। কালকেই তাদের সুযোগ টিভিতে চোখ রাখার।’
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে চিটাগং ভাইকিংসের হয়ে মাঠে নামবেন গেইল। বিপিএলে খেলতে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছান তিনি।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷