৫৫টি ছক্কা মারতে চান গেইল!

ক্রিস গেইল মানেই চার-ছক্কার ফুলঝুরি। তিনি উইকেটে থাকা মানেই প্রতিপক্ষ বোলারদের ঘুম হারাম হয়ে যাওয়া। হেসে-খেলেই চার-ছক্কা মারেন। দর্শকদের আ...

ক্রিস গেইল মানেই চার-ছক্কার ফুলঝুরি। তিনি উইকেটে থাকা মানেই প্রতিপক্ষ বোলারদের ঘুম হারাম হয়ে যাওয়া। হেসে-খেলেই চার-ছক্কা মারেন। দর্শকদের আনন্দে ভাসান এই ক্যারিবীয় হার্ডহিটার ব্যাটসম্যান। সেই তিনিই এবার বলে-কয়ে ছক্কা মারার প্রতিশ্রুতি দিয়েছেন। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চার ইনিংসে ৫৫টি ছক্কা মারার লক্ষ্য তাঁর।
চিটাগং ভাইকিংসের হয়ে খেলতে গতকাল শুক্রবার ঢাকায় এসেছেন গেইল। শনিবার মিরপুর শেরেবালা স্টেডিয়ামের অ্যাকাডেমি মাঠে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘লোকে আমাকে চেনে সিক্স মেশিন হিসেবে। আসলেও ছক্কা মারার জন্যই আমি বেশি পরিচিত। ছক্কা আমি ভালোই মারতে পারি। চেষ্টা করি যতক্ষণ উইকেটে থাকি, দর্শকদের বিনোদন দিতে। এবারের বিপিএলেও সেই চেষ্টা থাকবে আমার।’
মূলত দর্শকদের আবেদন আর চিৎকারই এই ক্যারিবীয় ব্যাটিং দানবকে  ছক্কা মারতে বেশি অনুপ্রাণিত করে, ‘দর্শকরা যখন চায় আমি ছক্কা মারি। চিৎকার করে সেটা বলে, তখন আমাকে অনুপ্রেরণা জোগায় ভালো করতে।’
এর আগে বিপিএলে ১০টি ইনিংস খেলে ৫০টি ছক্কা মেরেছিলেন গেইল। এবারও কি থাকবে সেই ধারাবাহিকতা? এমন প্রশ্নের উত্তরে তিনি মজা করে বলেন, ‘তাই নাকি! এর আগে ১০ ইনিংসে ৫০ ছক্কা? এবার চার ইনিংসেই ৫৫টি হয়ে যেতে পারে! আশা করি, কালকের উইকেট ভালো হবে। প্রথম ম্যাচে কিছুটা স্নায়ুচাপ থাকতে পারে। তবে এটাই জীবন। উপভোগ করতে চাই।’
এবারের আসরে গেইলের সঙ্গে পাঁচ ম্যাচের চুক্তি হয়েছে চিটাগংয়ের। তাদের দল গ্রুপ পর্ব পেরোতে পারলে চুক্তির মেয়াদও বাড়তে পারে।

Related

মুস্তাফিজের বিশেষ প্রতিভায় মুগ্ধ ওয়ার্নার

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মুস্তাফিজুর রহমানের জাদুকরী বোলিংয়ে মুগ্ধ ডেভিড ওয়ার্নার। বাংলাদেশের ২০ বছর বয়সী বাঁহাতি এই পেস বোলার তার কাছে এক বিশেষ প্রতিভা। শনিবারের পাঞ্জাব ম্যাচের বোলিং মুস...

ব্রেকিং নিউজ ! দীপিকার প্রেমে সাকিব!

সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার...

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

549,864
item