ফেসবুক ব্যবহারে শীর্ষ শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা । এবি হেরা মাল্টিমিডিয়া

Facebook Tipsফেসবুক ব্যবহারকারীর সংখ্যায় শীর্ষ শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। ‘উই আর সোশ্যাল’ এবং ‘হোটস্যুট’ নামে দুটি প্রতিষ্ঠানের করা তালিকায় প্রথম স্থানে আছে থাইল্যান্ডের ব্যাংকক এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ঢাকায় ফেসবুক ব্যবহার করে ২ কোটি ২০ লাখ মানুষ। প্রতিষ্ঠান দুটি এমন তথ্যই জানিয়েছে। তবে এই তালিকায় রয়েছেন ঢাকার আশপাশের এলাকার ফেসবুক ব্যবহারকারীরাও। শহরগুলোর মধ্যে ঢাকা শীর্ষ অবস্থানে থাকলেও দেশ হিসেবে এই তালিকায় শীর্ষ স্থান যুক্তরাষ্ট্রের। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এ ছাড়া ওই প্রতিবেদনে বৈশ্বিক ডিজিটাল স্ন্যাপশটের বরাতে বলা হয়েছে, বিশ্বের প্রায় অর্ধেক মানুষের কাছে পৌঁছেছে ইন্টারনেট। এসব প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যাই বেশি। এরপর যে সামাজিক যোগাযোগ মাধ্যমটি সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেটিও ফেইসবুকের, ফেইসবুক মেসেঞ্জার। ব্যবহারের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে হোয়াটসঅ্যাপ, এরপর ইউটিউব।

Related

Technology Updates 8680200090361268963

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

item