২০২৩ পর্যন্ত বিশ্বকাপে খেলার সুযোগ হারাতে পারে ভারত । এবি হেরা মাল্টিমিডিয়া

Indian Cricket Team Imagesদল ঘোষণা করেনি ভারত। আর্থিক মডেল মেনে নেওয়ার জন্য এটি আইসিসির উপরে বিসিসিআইয়ের এক প্রকার চাপ। তবে এবার আইসিসিও জানিয়ে দিল চ্যাম্পিয়ন্স ট্রফি বর্জনের সিদ্ধান্ত নিলে দীর্ঘ সময় আইসিসির কোন টুর্নামেন্টে অংশ নিতে পারবে না ভারত। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সূত্র মতে, বিসিসিআইয়ের দুই সাবেক সভাপতি এন শ্রীনিবাসন ও অনুরাগ ঠাকুর গোপনে টেলিকনফারেন্স করে আইসিসির কাছে প্রতিবাদলিপি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিষয়টি ফাঁশ হয়ে যাওয়ায় সুপ্রিম কোর্ট থেকে নিয়োগকৃত বিসিসিআই প্রধান নির্বাহি বিনোদ রায় তাদের সতর্ক করে দিয়েছেন। পাশাপাশি আরো জানিয়েছেন, এধরনের কোনো সিদ্ধান্ত নিলে আইনগতভাবে তাদের প্রতিহত করা হবে। ক্রিকইনফোর সূত্র মতে, মেম্বার্স পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (এমপিএ) বাতিল করে যদি চ্যাম্পিয়নস ট্রফি বয়কট করে তবে ২০২৩ সাল পর্যন্ত আইসিসির সবধরনের ইভেন্টে অংশ নেওয়ার যোগ্যতা হারাবে ভারত। এ সময় দুটি বিশ্বকাপ (২০১৯, ২০২৩), দুটি চ্যাম্পিয়নস ট্রফি (২০১৭, ২০২১), দুটি নারী বিশ্বকাপ (২০১৭, ২০২১), তিনটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০১৮, ২০২০, ২০২২), ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, তিনটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২১) অংশ নিতে পারবে না ভারত।

Related

Sports World 7026248237335737866

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক! যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, অথবা পোস্টটিতে আপনার সমস্যা থেকে থাকে তবে একটি গঠনমূলক মন্তব্য করার অনুরোধ করছি । কারন আপনার একটি ভালো মন্তব্য লেখককে আরো ভালো পোস্ট লেখার অনুপ্রেরণা যোগাবে। আশাকরি এমন কোন মন্তব্য করবেন না, যা পড়লে লেখকের কাছে খারাপ লাগতে পারে । সাথেই থাকুন ধন্যবাদ....

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

emo-but-icon

পেজে লাইক দিন l

ভিজিট করেছেন

item